ভরচ (গুজরাত), 22 নভেম্বর : বছর পাঁচের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ৷ পাল্টা প্রতিবেশি অভিযুক্ত যুবককে পিটিয়ে মারল শিশুটির বাবা ৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে গুজরাতের ভরচ জেলায় ৷ শনিবার রাতে হাসপাতালে মৃত্য়ু হয় ধর্ষণে অভিযুক্ত যুবকের ৷
প্রতিবেশি শিশু কন্য়াকে ধর্ষণ, পাল্টা মারধরে মৃত অভিযুক্ত যুবক - অঙ্কলেশ্বর
রবিবার জেলা পুলিশ সুপার চিরাগ পটেল জানান, শুক্রবার সন্ধ্য়েয় ভরচের অঙ্কলেশ্বরের নব বরভাতা গ্রামে ঘটনাটি ঘটে ৷ যেখানে বছর পাঁচেকের ওই শিশুটির বাবা ধর্ষণে অভিযুক্ত যুবককে লাঠি দিয়ে মারেন ৷
রবিবার জেলা পুলিশ সুপার চিরাগ পটেল জানান, শুক্রবার সন্ধ্য়েয় ভরচের অঙ্কলেশ্বরের নব বরভাতা গ্রামে ঘটনাটি ঘটে ৷ যেখানে বছর পাঁচেকের ওই শিশুটির বাবা ধর্ষণে অভিযুক্ত যুবককে লাঠি দিয়ে মারেন ৷ দুই পরিবারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ওইদিন সন্ধ্য়েবেলা শিশুটি কাঁদতে কাঁদতে শৌচালয় থেকে বের হয়ে আসে ৷ সেই সময় তার গোপনাঙ্গ থেকে রক্ত বের হচ্ছিল৷ তার কিছুক্ষণের মধ্য়ে অভিযুক্ত যুবকও ওই শৌচালয় থেকে বেরোয় ৷ পুরো ঘটনাটি অভিযুক্ত যুবকের মা দেখেছিলেন ৷ এরপরেই তিনি তাঁর ছেলেকে, শিশুটির বাবার কাছে নিয়ে যান ৷ অভিযোগ মেয়েকে ধর্ষণের শাস্তি দিতে ওই যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন শিশুটির বাবা ৷ মারের চোটে সেখানেই জ্ঞান হারায় অভিযুক্ত যুবক ৷ পরে হাকসপাতালে নিয়ে আসলে দু’দিন পর মৃত্য়ু হয় ধর্ষণে অভিযুক্ত যুবকের ৷ চিকিৎসকরা জানিয়েছেন, ওই যুবকের সারা শরীর ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে ৷ ওই আঘাতের কারণেই তার মৃত্য়ু হয়েছে ৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ শিশুটির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ পাল্টা ওই যুবক হাসপাতালে ভর্তি থাকাকালীন তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও দায়ের করা হয় ৷