আহমেদাবাদ(গুজরাত), 11 এপ্রিল : ছাদের গোপন আড্ডা থেকে শুরু করে খেলার মাঠে ছেলেদের জমায়েত সবকিছুর উপর নজর রাখতে এবার ড্রোনের সাহায্য নিল গুজরাত পুলিশ । লকডাউনে মানুষের গতিবিধির উপর নজর রাখতে ইতিমধ্যে 200 টি ড্রোন নিয়োগ করা হয়েছে ।
গান্ধিনগরের ডেপুটি পুলিশ সুপার জি জি জাসানি জানান, "এই ড্রোনগুলিতে যারা লকডাউন অমান্য করছে তাদের ভিডিয়ো রেকর্ড হচ্ছে । তার ভিত্তিতে ইতিমধ্যে 7 হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের প্রত্যেকেই লকডাউন অমান্য করে বাইরে বেরিয়েছিল । প্রত্যেককে ভারতীয় দণ্ডবিধির 188 ধারায় পুলিশের নির্দেশ অমান্য করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে ।"
আহমেদাবাদ গ্রামীণ পুলিশও লকডাউনকে সফল করতে ড্রোনের সাহায্য নিচ্ছে । ড্রোনে রেকর্ড ভিডিয়োর উপর ভিত্তি করে প্রতিদিন 10-12 জন লকডাউন অমান্যকারীকে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান আহমেদাবাদের ডেপুটি পুলিশ সুপার এস এইচ সারদা । তিনি বলেন, "ড্রোনের সাহায্যে আমরা নির্দিষ্ট জায়গায় পাখির মতো নজর রাখতে পারছি । শুধুমাত্র খোলা জায়গাগুলিতেই নয়, ব্যক্তিগত স্থানেও যাতে মানুষ সামাজিক দূরত্ব বজায় রাখে তাও এই ড্রোনগুলির মাধ্যমে নিশ্চিত করা যাচ্ছে । সম্প্রতি চারজন লকডাউন অমান্যকারীকে অপ্রয়োজনে রাস্তায় ঘুরতে দেখা যায় । ড্রোন দেখতে পেয়েই তারা পালায় । তবে, ড্রোনে মুখ দেখা যাওয়ার পরে আমরা তাদের পাকড়াও করি । কিছু জায়গায় পেট্রোলিং করা সম্ভব হয় না । তার সুযোগ নিচ্ছে অনেকেই । ড্রোনের সাহায্যে সেগুলিও বন্ধ করা সম্ভব হচ্ছে ।"
সুরাত পুলিশ সম্প্রতি সারথানা এলাকায় একটি বাড়িতে ড্রোনের সাহায্যে "পকোড়া পার্টির" হদিস পায় । তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ । সুরাত পুলিশের তরফে জানানো হয়, "ড্রোনের সাহায্যে এখন নিচে থেকেও বিভিন্ন বাড়ির ছাদে নজর রাখা সম্ভব হচ্ছে ।"
ডেপুটি পুলিশ কমিশনার প্রশান্ত সাম্বে জানান, "সম্প্রতি তিনজনকে একটি আবাসনের কোনায় কার্ড খেলতে দেখা যায় । এছাড়াও রেসিডেন্সিয়াল সোসাইটিগুলিতে অনেককেই ক্রিকেট খেলতে দেখা গেছে ড্রোনের মাধ্যমে ।"