পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়ি ফিরেও ফের পালালেন সুরাতের হবু বর-কনের বাবা-মা - কাতারগ্রাম

বর-কনে নয়, বিয়ের আগে পালিয়েছিলেন হবু বর-কনের মা-বাবা ৷ আবার ফিরেও এসেছিলেন 26 জানুয়ারিতে ৷ মাঝে কয়েকদিন সব চুপচাপ ৷ ফের সুযোগ বুঝে পালালেন সুরাতের দুই পুরোনো প্রেমী ৷

Gujrat Couple eloped again
ফের পালাল হবু বর-কনের মা-বাবা

By

Published : Mar 2, 2020, 1:50 PM IST

সুরাত, 2 মার্চ: জানুয়ারি মাসে বিয়ের কিছুদিন আগেই হবু কনের মাকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন হবু বরের বাবা ৷ সামনে উঠে এসেছিল তাঁদের পুরোনো প্রেমের গল্প, যা মেয়ের বাবার জেদে পরিণতি পায়নি ৷ এই ঘটনা শুনে যেকোনও সিনেমার গল্প মনে হতেই পারে ৷ কিন্তু এই গল্পে প্রতিটি পরতে রয়েছে নতুন মোড় ৷

পুলিশে মা-বাবার নিখোজ রিপোর্ট করলে তদন্তে সামনে এসেছিল তাদের পূর্ব প্রেমের গল্প ৷ তবে জল বেশিদূর গড়ানোর আগেই তারা 26 জানুয়ারি ফিরে আসেন, যে যার নিজের বাড়িতে চলে যান ৷ তবে এক মাস পেরোতেই ফের পালালেন তাঁরা ৷ প্রেমিক-প্রেমিকার এই কাণ্ডে অবাক পরিবারের লোকজন ৷

46 বছর বয়সি সুরাতের বাসিন্দা হিম্মত পান্ডব ৷ তাঁর ছেলের বিয়ে ঠিক হয়েছিল নভসারির বাসিন্দা শোভনা রাভালের মেয়ের সঙ্গে ৷ বিয়ের কার্ড থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠানের পরিকল্পনা হয়ে গিয়েছিল ৷ তার আগেই পুরোনো প্রেমকে আরেকবার ফিরে পেয়ে সমাজের নিয়মকে তোয়াক্কা না করেই পালিয়ে যান তাঁরা ৷ 26 জানুয়ারি তাঁরা ফিরে আসেন, তবে শোভনার স্বামী তাকে গ্রহণ না করায় তিনি বাপের বাড়ি চলে যান ৷ ছেলে-মেয়ের বিয়ের কথা আর না এগোলেও পালিয়ে যাওয়ার ঘটনা নিয়েও উচ্চবাচ্য করেনি পরিবার ৷

ফের গত শনিবার তাঁরা নিজেদের বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন যুগলে, এমনই জানিয়েছেন তাঁদের পরিবারের লোকজন ৷ পরিবারের সদস্যদের দাবি, ‘‘পাকাপাকিভাবে পালিয়ে গিয়ে নতুন সংসার করার জন্যই তাঁরা বাড়ি ফিরে এসেছিলেন ৷’’ তবে এইবার আর পুলিশে নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়নি ৷ সূত্র অনুযায়ী, তাঁরা বর্তমানে সুরাতেই বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকছেন ৷

নাভসারির কাতারগ্রাম এলাকায় হিম্মত ও শোভনা বড় হয়েছেন ৷ সেখানেই এই প্রেমের সূত্রপাত হয়, কিন্তু বাধ সাধেন শোভনার বাবা ৷ বিয়ে দিয়ে দেন এক হিরে ব্যবসায়ীর সঙ্গে, যোগাযোগ ছিন্ন হয়ে যায় হিম্ততের সঙ্গে ৷ মেয়ের বিয়ে ঠিক করতে গিয়ে ফের দেখা হয় পুরোনো প্রেমিক যুগলের ৷ নিজেদের অনুভূতিকে আটকানোর চেষ্টা করলেও অবশেষে ভালোবাসার কাছে হার মানেন নিজেরাই ৷ এরপর একসঙ্গে পালিয়ে যান ৷ বাড়ি ফিরেও ফের নতুন সংসার গড়ার আশায় পালিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে দিচ্ছে প্রেমের কাছে সবকিছুই তু্চচ্ছ !

ABOUT THE AUTHOR

...view details