পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বহু যুগ ধরে সামাজিক দূরত্ব মেনে পুজো জুনাগড়ের শিব মন্দিরে - গুজরাতের শিবমন্দির

গুজরাতের জুনাগড়ের মঙ্গন্ত মহাদেব মন্দির বহু বছর ধরে সামাজিক দূরত্ব অনুসরণ করে আসছে। এখানকার ভক্তরা মন্দিরগর্ভে প্রবেশ না করে শিব লিঙ্গকে দুধ ও জল অর্ঘ দিতে পারেন । এতে বজায় থাকে সামাজিক দূরত্বও ।

সামাজিক দূরত্বও
সামাজিক দূরত্বও

By

Published : Jul 31, 2020, 7:49 PM IST

জুনাগড়, 31 জুলাই : বিশ্ব এখন কোরোনার কবলে। তাই সংক্রমণ রুখতে ওষুধের চেয়েও প্রয়োজনীয় হয়ে পড়েছে সাধারণ কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চলা । তারইমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যবিধিটি হল সামাজিক দূরত্ব বজায় রেখে চলা। বর্তমানে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব আরও বেড়েছে। অথচ, গুজরাতের জুনাগড়ের মঙ্গন্ত মহাদেব মন্দিরে বহু যুগ ধরে ভক্তগণ সামাজিক দূরকে বজায় রেখেই উপাস্যকে পুজো দিয়ে আসছেন ।

শ্রাবণ মাসের এই পূণ্য তিথিতে দেশের বিভিন্ন মন্দিরগুলিতে চলছে শিবের আরাধনা। কোরোনা সংক্রমণ এড়াতে নিষিদ্ধ হয়েছে মন্দিরগর্ভে প্রবেশ করা । মন্দিরগর্ভের বাইরে রাখা একটি পাত্রে দুধ আর জল ঢেলে দিছেন ভক্তরা তা একটি নলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে উপাস্যের কাছে। বর্তমানে কোরোনার কারণে প্রতিটি মন্দিরে এই নিয়ম চালু হলেও বহু যুগ আগে থেকেই এই নিয়ম মেনে আসছে মঙ্গনাথ মন্দির কর্তৃপক্ষ।

ABOUT THE AUTHOR

...view details