সুরাট, 13 জুলাই : বিধায়কের ছেলে ও তাঁর বন্ধুদের গাড়ি আটকেছিলেন কর্তব্যরত পুলিশকর্মী ৷ এই "অপরাধে" তাঁকে বদলি করা হল ৷ এর জেরে চাকরি থেকে ইস্তফাই দিয়ে দিলেন ওই মহিলা কনস্টেবল ৷ গুজরাতের সুরাতের ওই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল ৷
ঘটনার সূত্রপাত 8 জুলাই ৷ সুরাতে কারফিউ চলছিল ৷ কারফিউ চলাকালীন রাতের বেলায় দুই বন্ধুর সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন প্রকাশ কানানি ৷ তিনি গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী কুমার কানানির ছেলে ৷ প্রকাশ ও তাঁর বন্ধুদের পথ আটকান সুনীতা যাদব নামে এক মহিলা কনস্টেবল ৷ তিনি প্রকাশ ও তাঁর বন্ধুদের জিজ্ঞাসা করেন, ‘‘কারফিউ লঙ্ঘন করে কেন বের হয়েছেন ? মাস্ক পরেননি কেন?’’
অন্য একটি সূত্রের খবর, প্রকাশের বন্ধুরা লকডাউনের নিয়ম লঙ্ঘন করেছিলেন ৷ পুলিশ তাঁদের আটকালে প্রকাশকে তাঁরা ফোন করে ডেকে আনেন ৷ এরপর মন্ত্রীর ছেলে ও পুলিশ কনস্টেবলের মধ্যে বাকবিতণ্ডা হয় ৷ অভিযোগ, ওই কনস্টেবলকে 365 দিন রাস্তায় দাঁড় করিয়ে রাখার হুমকি দেন প্রকাশ ৷ পালটা কনস্টেবল তাঁদের জবাব দেন, ‘‘আমি আপনাদের গোলাম নই ৷’’ এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে ৷
গুজরাত পুলিশ সূত্রে খবর, ঘটনার পর গত শনিবার নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন কনস্টেবল সুনীতা ৷ তবে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সুরাতের পুলিশ কমিশনার আর বি ব্রহ্মভাট ৷
ঘটনার পর পুলিশ হেডকোয়ার্টারে বদলি করে দেওয়া হয় সুনীতাকে ৷ রবিবার প্রকাশ ও তাঁর দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয় ৷ পরে তাঁরা জামিনে মুক্তি পান ৷