গুজরাত, 30 ডিসেম্বর : প্লাস্টিকের ব্যবহার পরিবেশে বিপর্যয় ডেকে আনছে । গুজরাতের আনন্দ জেলার পেটলাদ পৌরসভা প্লাস্টিক দূষণ থেকে পরিবেশকে মুক্তি দিতে অভিনব উদ্যোগ নিয়েছে । এই পৌরসভা প্লাস্টিক বর্জ্য থেকে তেল উৎপাদন করার চেষ্টা করছে । এর মূল উদ্দেশ্য হল শহরের পরিবেশকে প্লাস্টিক-মুক্ত করা ।
একদিকে অত্যাধিক প্লাস্টিক বর্জ্য বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে । অন্যদিকে, দৈনিক এই বর্জ্যের মাত্র পাঁচ শতাংশ পুনর্ব্যবহার যোগ্য । এই ঘটনা ইঙ্গিত দেয় যে, প্লাস্টিক পৃথিবীর জন্য ক্রমশ বড় সমস্যা হয়ে উঠছে ।
পেটলাদ পৌরসভা আনন্দ জেলায় প্লাস্টিকের ব্যবহার হ্রাস করার চেষ্টা করেছে । এই পৌরসভার স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে প্লাস্টিকের বর্জ্য সংগ্রহ করছে । এই বর্জ্য শুকনো এবং আদ্র এই দুই ভাগে ভাগ করে সংগ্রহ করা হয় ।
ডাম্পিং সাইটে প্লাস্টিক পাইরোলিসিস প্ল্যান্ট তৈরি করা হয়েছে । এই বর্জ্য থেকে ব্যবহারযোগ্য তেল তৈরি করা হয় । এই তেল পৌরসভা তুলনামূলক স্বল্প ক্ষমতার ডিজ়েল ইঞ্জিন চালাতে ব্যবহার করে । পাশাপাশি বাজারে বিক্রি করে ফলে পৌরসভার আর্থিক লাভ হয় । যখন সেই প্ল্যান্ট রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকে, তখন পৌরসভা একটি সংস্থা পৌরসভার কাছ থেকে এই বর্জ্য নিয়ে নেয় । বিনিময়ে সংস্থাটি পৌরসভাকে উদ্যানপালন সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ করে ।
এইভাবে পেটলাদ পৌরসভা আনন্দ জেলাকে সম্পূর্ণভাবে প্লাস্টিক-মুক্ত করার চ্যালেঞ্জ নিয়েছে । তাদের এই প্রয়াসে একদিকে যেমন পরিবেশ দূষণ কমছে, অন্যদিকে পৌরসভার অর্থনৈতিক লাভ হচ্ছে ।