পালানপুর, 6 জুন: গুজরাতের পালানপুরে 7 লাখ 68 হাজার টাকার জালনোট সহ দু'জনকে গ্রেপ্তার করল পুলিশ। গুজরাত পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে পালানপুরের স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) গোপন সূত্রে খবর পেয়ে, পালানপুর থেকে 10 কিলোমিটার দূরে চারোতার নামে একটি গ্রামে দুটি গাড়িকে আটক করে।
গুজরাতে সাড়ে 7 লাখ টাকার জালনোটসহ ধৃত 2 - face value
গুজরাতের পালানপুরে বিপুল পরিমাণ জালনোট উদ্ধার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 7 লাখ 68 হাজার টাকার জালনোট। ঘটনায় গ্রেপ্তার দুই।
গুজরাতে জাল নোট উদ্ধার
পুলিশ সূত্রে খবর, ওই গাড়ি দুটি থেকেই ব্যাগ ভরতি উদ্ধার হয় বিপুল পরিমাণ জালনোট। গাড়ি দুটি চালাচ্ছিল হামির এবং রামা পটেল নামে দুই ব্যক্তি। তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 384টি দু'হাজার টাকার নোট। ধৃতদের বিরুদ্ধে IPC 489 নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।