আহমেদাবাদ, 15 জুন : গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি নিজের এবং রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী ও বিধায়কদের 30 শতাংশ বেতন কাটার সিদ্ধান্ত নিলেন। এর আগে এপ্রিল মাসে কোভিড-19 তহবিলে অর্থ সাহায্যের জন্য গুজরাতের সমস্ত বিধায়ক ও সরকারের BJP মন্ত্রীদের বেতন থেকে 30 শতাংশ কেটে ওই তহবিলে দানের সিদ্ধান্ত নেওয়া হয়।
কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে আর্থিক সহায়তার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সকল সাংসদদের এক বছরের বেতন থেকে 30 শতাংশ কেটে নেওয়া এবং MPLAD তহবিলকে দুই বছরের জন্য পরিবর্তিত করার সিদ্ধান্তের পরই গুজরাত সরকারের তরফ থেকেও একই সিদ্ধান্ত নেওয়া হয়।