সুরাত, 24 সেপ্টেম্বর : মাথার একঢাল চুলের প্রশংসা শুনে আসছে ছোটোবেলা থেকেই । চুল এত প্রিয় যে কোনওদিন নাপিতের ধার মাড়ায়নি মেয়েটি । সাধের সেই রেশমি চুল ক্যানসার আক্রান্তদের জন্য দান করল গুজরাতের সুরাতের 10 বছরের মেয়ে দেবানা দাভে । পুরো মাথা মুড়িয়ে ক্যানসার আক্রান্তদের জন্য "বল্ড অ্যান্ড বিউটিফুল" ক্যাম্পেনে যোগ দিয়েছে সে ।
ক্যানসার আক্রান্তদের পাশে 10 বছরের দেবানা, কেটে ফেলল একঢাল চুল - ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান
ক্যানসার আক্রান্তদের জন্য নিজের চুল দান করল সুরাতের 10 বছরের মেয়ে দেবানা দাভে ।
![ক্যানসার আক্রান্তদের পাশে 10 বছরের দেবানা, কেটে ফেলল একঢাল চুল Cancer](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:50:31:1600946431-8921388-552-8921388-1600946010077.jpg)
ক্যানসার আক্রান্তদের জন্য চুলদানের ঘটনা নতুন নয়। কেমোথেরাপি চলার সময় রোগীদের চুল ঝরে যায় । তাদের জন্য পরচুলার প্রয়োজন হয় । যা তৈরি হয় আসল চুল দিয়ে । আক্রান্তদের মুখে হাসি ফোটাতে অনেক মহিলাই চুল দান করে থাকেন । সেই তালিকাই নাম লিখিয়েছে সুরাতের মেয়ে দেবানা দাভে । এত কম বয়সে তার এই পদক্ষেপ বাহবা আদায় করে নিয়েছে ।
ক্যানসার পেশেন্টদের কষ্ট অনুভব করে চুল দান করার সিদ্ধান্ত নেয় দেবানা । চুলের দৈর্ঘ্য 30 ইঞ্চি হতেই চুল কেটে ফেলে সে । ETV ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে দেবানা জানিয়েছে, দুটো ওয়েব সিরিজে কাজ করা হয়েছে তার । আরও একটি ওয়েব সিরিজের অফার ছিল । কিন্তু অভিনয়ের চেয়ে ক্যানসার আক্রান্তদের জন্য চুল দান বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল তার । দেবানার এই সিদ্ধান্তে ভীষণ অবাক হয়েছিল তার মা নিকিতা দাভে । তিনি মেয়েকে আটকানোর চেষ্টাও করেন । যদিও তাতে কাজ হয়নি ।