পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মন্থর অর্থনীতিতে হাসি ফোটাল GST, আদায় ছাড়াল 1 লাখ কোটি - সেস

নভেম্বরের  মোট 1 লাখ 3 হাজার 492 কোটি টাকার মধ্যে কেন্দ্রের CGST-র পরিমাণ 19 হাজার 592 কোটি টাকা ৷ একইসঙ্গে রাজ্যের SGST-র অঙ্ক 27 হাজার 144 কোটি টাকা ৷ কেন্দ্র-রাজ্য মিলিত GST-র অঙ্ক 49 হাজার 28 কোটি টাকা (20 হাজার 948 কোটি টাকা আমদানি খাতে আয় মিলিয়ে) ৷ এছাড়া সেস (cess) খাতে আয় 7 হাজার 727 কোটি টাকা (869 কোটি টাকা আমদানি খাতে আয় মিলিয়ে) ৷

GST
GST

By

Published : Dec 1, 2019, 8:10 PM IST

Updated : Dec 1, 2019, 11:53 PM IST

দিল্লি, 1 ডিসেম্বর : সংকট কাটিয়ে উঠতে চলেছে অর্থনীতি ? নভেম্বর মাসে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) খাতে আয় গত মাসের চেয়ে সামান্য বেড়েছে ৷ GST থেকেসরকারের আদায়ের মোট অঙ্ক দাঁড়াল 1 লাখ 3 হাজার 492 কোটি টাকা ৷ অর্থমন্ত্রকের তরফে আজ এমনই জানানো হল ৷ GST চালু হওয়ার পর থেকে এই নিয়ে অষ্টম বার এক লাখ কোটির অঙ্ক পেড়োল GST খাতে আদায়ীকৃত রাজস্বের পরিমাণ ৷ সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসের পরে নভেম্বর মাসের এই অঙ্ক GST খাতে তৃতীয় সর্বোচ্চ আদায়ীকৃত রাজস্ব ৷

নভেম্বরের মোট 1 লাখ 3 হাজার 492 কোটি টাকার মধ্যে কেন্দ্রের CGST-র পরিমাণ 19 হাজার 592 কোটি টাকা ৷ একইসঙ্গে রাজ্যের SGST-র অঙ্ক 27 হাজার 144 কোটি টাকা ৷ কেন্দ্র-রাজ্য মিলিত GST-র অঙ্ক 49 হাজার 28 কোটি টাকা (20 হাজার 948 কোটি টাকা আমদানি খাতে আয় মিলিয়ে) ৷ এছাড়া সেস (cess) খাতে আয় 7 হাজার 727 কোটি টাকা (869 কোটি টাকা আমদানি খাতে আয় মিলিয়ে) ৷

আরও পড়ুন :GST-তে রেকর্ড আদায়, ছাড়াল এক ট্রিলিয়ন মাত্রা

শেষ দু'মাসে দেশে অর্থনৈতিক বৃদ্ধি পিছিয়ে পড়লেও, 2019 সালের নভেম্বর মাসের GST খাতে কর আদায়ের পরিমাণ 2018 সালের নভেম্বরের তুলনায় 6 শতাংশ বাড়ল ৷ নভেম্বরে অন্তর্দেশীয় লেনদেনের ক্ষেত্রে GST খাতে আয়ের বৃদ্ধি ছিল 12 শতাংশ ৷ চলতি বছরে এটিই অন্তর্দেশীয় লেনদেনে সর্বোচ্চ আয় ৷ আমদানি খাতে GST-র হার 13 শতাংশ কম হলেও অক্টোবরের তুলনায় বেড়েছে আমদানি খাতে GST ৷ অক্টোবরে আমদানি খাতে GST-র হার 20 শতাংশ কম ছিল ৷ অর্থমন্ত্রক সূত্রে খবর, অক্টোবর মাসে GSTR 3B রিটার্নের অঙ্কের পরিমাণ 77.83 লাখ ৷ আদায়ের পরিমাণ খানিকটা বেড়ে যাওয়ায় ধুঁকতে থাকা অর্থনীতি কিছুটা হলেও গতি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

Last Updated : Dec 1, 2019, 11:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details