জম্মু ও কাশ্মীর, 2 ফ্রেব্রুয়ারি : শ্রীনগরে গ্রেনেড হামলা ৷ লালচকে আজ গ্রেনেড হামলায় দুই CRPF জওয়ান গুরুতর আহত হয়েছেন ৷ আহত হয়েছেন আরও এক সাধারণ মানুষ ৷
শ্রীনগরের লালচকে গ্রেনেড হামলায় আহত দুই জওয়ান - লালচকে গ্রেনেড হামলা
শ্রীনগরে গ্রেনেড হামলায় আহত দুই জওয়ান ৷ রবিবার লালচকে গ্রেনেড হামলা হয় ৷
জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের ঘোষণা ছিল, জঙ্গি হামলার মোকাবিলা করতে বধ্য়পরিকর ৷ পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছিল ৷ গতকালই জম্মু-কাশ্মীরের উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র ৷ আর এই পরিস্থিতিতে এদিনের গ্রেনেড হামলা নতুন করে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল ৷
এই হামলার সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷ যদিও সরাসরি হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি ৷