দিল্লি, ১৫ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার পর আজ প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়। বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, হামলাকারী ও সমর্থনকারীকে এর ফল ভুগতে হবে।
মোস্ট ফেভারড নেশনের তকমা প্রত্যাহার পাকিস্তানের : অরুণ জেটলি - delhi
পুলওয়ামায় জঙ্গি হামলার পর আজ প্রধানমন্ত্রীর বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, হামলাকারী ও সমর্থনকারীকে এর ফল ভুগতে হবে।
arun jaitley
বৈঠক শেষে অরুণ জেটলি বলেন-
- পাকিস্তানকে মোস্ট ফেভারড নেশনের স্ট্যাটাস দেওয়া হয়েছিল। বৈঠকে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- আন্তর্জাতিক ক্ষেত্রে পাকিস্তানকে কোণঠাসা করতে পদক্ষেপ করবে বিদেশমন্ত্রক।
- হামলাকারী ও সমর্থনকারীকে এমন শিক্ষা দেওয়া হবে যে তারা ভুলবে না।
Last Updated : Feb 15, 2019, 11:50 AM IST