দিল্লি, 9 জুন : "জয়শ্রীরাম" স্লোগান বিতর্কে মমতাকে সমর্থন করলেন শত্রুঘ্ন সিনহা । বাংলার মুখ্যমন্ত্রীকে 'বাঘিনী'র সঙ্গে তুলনা করে একটি টুইট করেন কংগ্রেস নেতা । টুইটে শত্রুঘ্ন সিনহা লেখেন, যথেষ্ট হয়েছে ! আর নয় ! জনগণের নেত্রী ও বাংলার বাঘিনীকে একটি বিষয় নিয়ে উত্তেজিত করার কোনও প্রয়োজন নেই ।
শত্রুঘ্ন সিনহা টুইটে আরও লেখেন, যদি মানুষ উন্নয়ন ও প্রগতি চায়, তবে ধর্মের নামে রাজনীতি কখনওই গ্রহণযোগ্য নয় । গোটা দেশ সাক্ষী, কীভাবে একজন মহিলাকে অসম্মান করা হচ্ছে ।
সদ্য BJP শিবির ছেড়ে কংগ্রেসে আসা শত্রুঘ্ন সিনহা পরে আরও একটি টুইটে লেখেন, আমরা সকলেই রাম, কৃষ্ণের ভক্ত । পাশাপাশি মা দুর্গা ও মা কালীরও ভক্ত । কেন শুধু শুধু ঈশ্বরের নামে সামগ্রিক পরিস্থিতি খারাপ করা হচ্ছে ! এই পরিস্থিতির যোগ্য জবাব বাংলার জনগণ নিশ্চয়ই দেবেন । এর জবাব পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে ।