হায়দরাবাদ, 4 জানুয়ারি : অবশেষে যাবতীয় প্রতীক্ষার অবসান । গতকালই ভারত বায়োটেকের তৈরি কোরোনা প্রতিষেধক কোভ্যাকসিনকে আপদকালীন নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য সবুজ সংকেত দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া । বলা হয়েছে, ভারত বায়োটেকের কোভ্যাকসিন মানুষের শরীরে প্রয়োগ করার জন্য নিরাপদ এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়াতে কার্যকর । এরপরই শুভেচ্ছা-অভিনন্দন-প্রতিক্রিয়া আসতে শুরু করে দেশের বিভিন্ন মহল থেকে । টুইট করে নিজের প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রীও । সংস্থার এই অভূতপূর্ব সাফল্যে স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণ এল্লা । তাঁর কথায়, ডিসিজিআইয়ের অনুমোদন আরও নতুন পণ্যের তৈরিতে উৎসাহ দেবে । কোভ্যাকসিন শরীরের ভাইরাল প্রোটিনগুলির সঙ্গে যুঝতে বিশেষভাবে তৈরি করা হয়েছে বলেও জানান তিনি ।
ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, তারা একাধিক ভাইরাল প্রোটিনের শক্ত প্রতিরোধের প্রতিক্রিয়া সহ দুর্দান্ত সুরক্ষা ডেটা তৈরি করেছে । গোটা বিশ্বের মানুষের কাছে এটি পৌঁছে দেওয়াই সংস্থার মূল লক্ষ্য ।
ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে কৃষ্ণ এল্লা বলেছেন, "কোভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও মজবুত করে । আমরা এখন পর্যন্ত যা কিছু করেছি তার মধ্যে কোভ্যাকসিন সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা হল সবচেয়ে বড় । আমাদের দেশে টিকাকরণ সংক্রান্ত যা যা পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, তার মধ্যে আমাদের পরীক্ষাই সবথেকে বড় । পরীক্ষামূলক এই প্রয়োগের তৃতীয় পর্যায় শুরু হয়েছিল গত বছরের নভেম্বরে । আমরা তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য 23 হাজার স্বেচ্ছাসেবক নিয়েছি । স্বেচ্ছাসেবীদের এই অদম্য ইচ্ছা ভারত তথা গোটা বিশ্বকে নৈতিকভাবে আরও শক্তি জোগায় । আমাদের লক্ষ্য সব দেশকে কোভ্যাকসিন সরবরাহ করা। "
আরও পড়ুন : ভারত বায়োটেকের টিকায় অনুমোদন ডিসিজিআই-এর
তিনি আরও বলেন, "আপদকালীন ব্যবহারের জন্য কোভ্যাকসিনের অনুমোদন ভারতে উদ্ভাবন এবং নতুন পণ্য তৈরির জন্য এক লাফে অনেকটা এগিয়ে গেল । এটি গোটা দেশের জন্য একটি গর্বের মূহূর্ত । শুধু তাই নয়, বৈজ্ঞানিক দক্ষতার দিক থেকে ভারতের জন্য এটি একটি বড় মাইলফলক । এটি ভারতে উদ্ভাবনী ইকোসিস্টেম তৈরিতে অনেকটা সাহায্য করবে । "
তাঁর কথায়, "এই ভ্যাকসিনটি বর্তমান প্যানডেমিক পরিস্থিতি চলাকালীন এক অজানা চিকিৎসা-প্রয়োজনকে সম্বোধন করে । আমাদের লক্ষ্য হল গোটা বিশ্বে যাঁদের এই ভ্যাকসিনের সবথেকে বেশি প্রয়োজন, তাঁদের কাছে এটি পৌঁছে দেওয়া ।"