পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রক্ত দিলেই বিরিয়ানি ! - মানবিকতা

রক্তদানের বদলে মিলবে বিরিয়ানি ৷ এই উদ্যোগ নিয়েছেন মেঙ্গালুরুর ওটাডা মানে হোটেলের মালিক আবদুল্লা ৷

get free biriyani if they donate blood
রক্ত দিলে মিলবে বিরিয়ানি

By

Published : Feb 18, 2020, 7:49 PM IST

মেঙ্গালুরু, 18 ফেব্রুয়ারি: রক্তদানে উৎসাহী করতে বিরিয়ানিকেই হাতিয়ার বানিয়েছেন মেঙ্গালুরুর ওটাডা মানে হোটেলের মালিক আবদুল্লা ৷ মেঙ্গালুরুর KMC হাসপাতালে রক্তদান করলেই আবদুল্লার হোটেলে মিলবে বিরিয়ানি ৷

রক্তদানের বিনিময়ে বিরিয়ানি কেন? এই প্রশ্নের উত্তরে আবদুল্লা বলেন, তিনি এই উদ্যোগ শুরু করেছিলেন ছয় বছর আগে, যখন তাঁর কাছে এক ব্যক্তি এসে রক্তের প্রয়োজনের কথা জানান ৷ হোটেলে খেতে আসা এক ছাত্র তখন এগিয়ে আসে, রক্তদান করে সেই রোগীকে ৷ ছাত্রের এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েই তিনি পরেরদিন ওই ছাত্রকে বিনামূল্যে বিরিয়ানি খাওয়ান ৷ তখন থেকেই তিনি চালু করেন এই নিয়ম- রক্তদানের বদলে বিরিয়ানি ৷

বর্তমানে আবদুল্লা নিজেই ভ্যালেন্টাইন সপ্তাহে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে রক্তদান শিবিরের আয়োজন করেন ৷ নিজে ও হোটেলের অন্যান্য কর্মচারীরাও রক্তদান করেন প্রতিবছর ৷ রক্তদানকারীদের পেটপুরে বিরিয়ানি খাওয়ান আবদুল ৷

মেঙ্গালুরুর ওটাডা মানে হোটেলের মালিক আবদুল্লার বক্তব্য

আবদুল্লা তাঁর এই উদ্যোগকে সমাজসেবার একটি পথ বলে উল্লেখ করলেও রক্তদানের বিনিময়ে কোনও প্রকার উপহার বা অন্যকিছু দেওয়া অপরাধ ৷ রক্তদানে উৎসাহিত করতে বিরিয়ানি বা বিরিয়ানির লোভে রক্তদান - ঘটনার যেকোনও দিকই এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ৷ সমাজসেবার উদ্যোগ নেওয়ার আগে আইনটাও জানা জরুরি, এই ঘটনা তার উৎকৃষ্ট উদাহরণ ৷

ABOUT THE AUTHOR

...view details