পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাশ্মীরে জোড়া গ্রেনেড হামলা, মৃত 2 - কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে গ্রেনেড হামলা

কাশ্মীরে ফের জঙ্গি হামলা । পর পর জঙ্গি হামলায় কেঁপে উঠল শ্রীনগর এবং অনন্তনাগ ৷ জোড়া গ্রেনেড হামলায় 2 জন জখম ও 2 জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে ৷ কোনও জঙ্গি সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি ।

kashmir university
কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বাইরে গ্রেনেড হামলার ছবি

By

Published : Nov 26, 2019, 4:38 PM IST

Updated : Nov 26, 2019, 6:21 PM IST

শ্রীনগর, 26 নভেম্বর : ফের বিস্ফোরণে কেঁপে উঠল উপত্যকা ৷ আজ দুপুর 2টো নাগাদ শ্রীনগরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের বাইরে গ্রেনেড হামলা হয় ৷ ঘটনায় 2 জন জখম হয়েছেন বলে সূত্র মারফত জানানো হয়েছে ৷

শুধু শ্রীনগরই নয় ৷ গ্রেনেড হামলা হয় কাশ্মীরের অনন্তনাগেও ৷ অনন্তনাগের পঞ্চায়েত ঘড় হাকুরাতেও আজ গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনায় জখম 2 জনকে নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয় ৷

26/11-র দিনে পরপর উপত্যকায় গ্রেনেড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষদের মধ্যে ৷ কোনও জঙ্গি সংগঠনই এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি ।

Last Updated : Nov 26, 2019, 6:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details