দিল্লি, 12 সেপ্টেম্বর : দেশের নিম্নগামী অর্থনীতি ও কোরোনার বিরুদ্ধে অপরিকল্পিত নীতিকে হাতিয়ার করে ফের একবার মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি । টুইটারে GDP পতন, কোটি কোটি মানুষের চাকরি হারানো নিয়ে কথা বলার পাশাপাশি রাহুল বলেছেন, কোরোনার বিরুদ্ধে মোদি সরকারের "সুপরিকল্পিত লড়াই" দেশকে অতল গহ্বরে নিয়ে গেছে ।
দেশের কোরোনা পরিস্থিতির মোকাবিলা সরকার ঠিকভাবে করতে পারছে না । অতীতে কংগ্রেসের এই অভিযোগ বারবার নস্যাৎ করে এসেছে শাসক দল । আজ টুইটারে ফের রাহুল বুঝিয়ে দেন, দেশের কোরোনা পরিস্থতি সামলাতে ব্যর্থ মোদি সরকার । তিনি লেখেন, "কোরোনার বিরুদ্ধে মোদি সরকারের "সুপরিকল্পিত লড়াই" দেশকে রসাতলে পাঠিয়েছে ।
1. ঐতিহাসিক 24 শতাংশ GDP পতন ।