পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ঋণ পুনর্গঠনের জন্য RBI - এর সঙ্গে কাজ করছে সরকার ; নির্মলা - bank

কোরোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতির প্রতিকূল প্রভাব ঠেকাতে শিল্পক্ষেত্রে লোন পদ্ধতির পুনর্গঠন করছে সরকার ৷ আজ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স ও ইন্ডাস্ট্রিস (FICCI) - এর জাতীয় এগজ়িকিউটিভ কমিটির সঙ্গে এবিষয়ে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

Govt working with RBI on industry's need for loan restructuring: FM Sitharaman
ঋণে পুনর্গঠনের জন্য RBI - এর সঙ্গে কাজ করছে সরকার ; নির্মলা সীতারমন

By

Published : Jul 31, 2020, 7:40 PM IST

দিল্লি, 31 জুলাই : রিজ়ার্ভ ব্যাঙ্কের সঙ্গে একসাথে কাজ করছে সরকার ৷ কোরোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতির প্রতিকূল প্রভাব ঠেকাতে শিল্পক্ষেত্রে লোন পদ্ধতির পুনর্গঠন করাই উদ্দেশ্য ৷ আজ ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বারস অফ কমার্স ও ইন্ডাস্ট্রিস (FICCI) - এর জাতীয় এগজ়িকিউটিভ কমিটির সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানেই একথা বলেন তিনি ৷

তিনি বলেন, " আমাদের লক্ষ্য হল পুনর্গঠন ৷ অর্থমন্ত্রক RBI - এর সঙ্গে এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে ৷ নীতিগতভাবে, পরিস্থিতি সামাল দিতে ঋণ ব্যবস্থায় পুনর্গঠন ও তা কার্যকর করা প্রয়োজন ৷ স্টেক হোল্ডার ও সরকারের মধ্যে আলোচনার পরই প্রতিটি পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ যাতে কোনও পদক্ষেপ ব্যর্থ না হয় তাই আমরা চিন্তাভাবনায় কোনওরকম সমান্তরাল পরিবর্তন করিনি ৷ আমরা যে পদক্ষেপগুলি নিয়েছি তা এর প্রভাবটি নিশ্চিত করবে ৷ "

FICCI সদস্যরা জানিয়েছেন, MSME শিল্প সংস্থাগুলির ঋণ নিতে অসুবিধা হচ্ছে ৷ MSME শিল্প সংস্থাগুলি জরুরি ঋণ গ্যারান্টি স্কিমের আওতায়ও ঋণ পাচ্ছে না ৷ এবিষয়ে অর্থমন্ত্রী বলেন, " ব্যাঙ্কগুলি জরুরি ঋণ গ্যারান্টি স্কিমের আওতায় MSME শিল্প সংস্থাগুলির ঋণের আবেদন বাতিল করতে পারবে না ৷ অর্থপ্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ চলছে ৷ যদি কোনও ব্যাঙ্ক ঋণ না দেয় তবে, সেই ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ করা হবে ৷ আমি নিজে বিষয়টি খতিয়ে দেখব ৷ তারপর কী হয়, আমি দেখব ৷ " বাণিজ্য চুক্তিতে পারস্পরিক সমর্থনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, " যে দেশগুলির সঙ্গে ব্যবসা করা হচ্ছে ৷ সেই দেশগুলিকে তাদের নেওয়া পারস্পরিক ব্যবস্থার কথা জিজ্ঞাসা করা হচ্ছে ৷ আমাদের বাণিজ্য আলোচনার ক্ষেত্রে পারস্পরিক কার্যকলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ "

অন্যদিকে, নির্মলা সীতারমন আরও বলেন, " চিকিৎসা দ্রব্য ও অন্যান্য জিনিসপত্রে GST কমানোর সীদ্ধান্ত নেবে GST কাউন্সিল ৷ হাসপাতালগুলির অর্থব্যবস্থায় পুনর্গঠন প্রয়োজনীয় ৷ আমরা এবিষয়ে RBI - এর সঙ্গে কাজ করছি ৷ FICCI সভাপতি সঙ্গীতা রেড্ডি পরিস্থিতির মোকাবিলায় সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন ৷ " তিনি বলেন, " ব্যবসা বাণিজ্যে উন্নয়নের জন্য সরকারের অবিচ্ছিন্ন সমর্থন প্রয়োজন ৷ বিশেষ করে বাজারে চাহিদা বাড়ানো ও জোরদার করার জন্য সরকারের সমর্থন প্রয়োজন ৷ "

ABOUT THE AUTHOR

...view details