দিল্লি, 2 নভেম্বর : রাজধানীতে ফের মাথা চাড়া দিয়ে উঠছে কোরোনা । বিগত কয়েকদিন ধরে দিল্লিতে কোরোনার আবার দাঁত-নখ বের করতে শুরু করেছে । বাড়ছে দৈনিক সংক্রমণ । এই পরিস্থিতিতে রেস্তরাঁ, বাজার, স্যালোঁ এবং অন্যান্য স্পর্শকাতর এলাকাগুলিতে RT-PCR পরীক্ষা করানোর উপর জোর দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র ।
রাজধানীর কোরোনা সংক্রমণের পরিস্থিতির উপর লাগাতার নজর রাখছে কেন্দ্র । আজ দিল্লির কোরোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকও করে কেন্দ্র । বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় নতুন দাওয়াই স্বরাষ্ট্রমন্ত্রকের । এর মধ্যে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে রেস্তঁরা, বাজার, স্যালোঁর মতো স্পর্শকাত এলাকাগুলিতে RT-PCR পরীক্ষা আরও জোরদার করার উপর ।