পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরীক্ষা কিট, ভেন্টিলেটরে 30 সেপ্টেম্বর পর্যন্ত শুল্ক অব্যাহতি কেন্দ্রের - corona

কোরোনা রোধে কিট, ভেন্টিলেটরে 30 সেপ্টেম্বর পর্যন্ত শুল্ক অব্যাহতি ।

ছবি
ছবি

By

Published : Apr 10, 2020, 11:22 AM IST

দিল্লি, 10 এপ্রিল: দেশে ক্রমাগত বাড়ছে কোরোনা সংক্রমণ । সেই কারণে COVID-19 এর সঙ্গে মোকাবিলার জন্য গতকাল বিশেষ কিছু স্বাস্থ্য সামগ্রীর ক্ষেত্রে সেপ্টেম্বর পর্যন্ত কাস্টমস ডিউটি (শুল্ক) এবং স্বাস্থ্য সেজ় (কর) অব্যাহতির ঘোষণা করেছে কেন্দ্র। এর মধ্যে ভেন্টিলেটর, কোরোনা ভাইরাস পরীক্ষার কিট এবং অন্য চিকিৎসার যাবতীয় পণ্যের ক্ষেত্রে মিলবে অব্যাহতি । এই পণ্যগুলি দেশের মধ্যে যাতে বেশি পরিমাণে মেলে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম , অস্ত্রোপচারের মাস্ক জাতীয় পণ্যগুলির দামও হ্রাস পাবে ।

এই বিষয়ে রাজস্ব বিভাগ এক বিবৃতিতে বলেছে যে, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার ভেন্টিলেটর এবং অন্যান্য জিনিসগুলির তাৎক্ষণিক প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে এই পণ্যগুলির আমদানির ক্ষেত্রে মৌলিক শুল্ক এবং স্বাস্থ্য উপকরণ থেকে অব্যাহতি দিয়েছে । এই ছাড় সংশ্লিষ্ট জিনিসগুলির তৈরির ক্ষেত্রে ব্যবহৃত উপকরণগুলির জন্যও প্রযোজ্য হবে । প্রাথমিক এই শুল্ক অব্যাহতি চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে । বর্তমানে, ভেন্টিলেটরগুলির উপর এবং কোরোনার পরীক্ষার কিটের উপর 10 শতাংশ শুল্ক, অস্ত্রোপচারে ব্যবহৃত মাস্ক গুলিতে 7.5 শতাংশ এবং PPE কিট ও সার্জিকাল মাস্কের ক্ষেত্রে 7.5 শতাংশ থেকে 10 শতাংশ পর্যন্ত শুল্ক রয়েছে । এই সমস্ত পণ্যের উপর স্বাস্থ্য সংক্রান্ত সেজ় কর 5 শতাংশ।

COVID-19 রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বাজারে এই জিনিসগুলির চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে । ভারত ইতিমধ্যে ডায়াগনস্টিক কিটের রপ্তানি সীমিত করেছে । সরকার মাস্ক এবং এই জাতীয় পণ্য পাশাপাশি সব ধরনের ভেন্টিলেটর, স্যানিটাইজা়র এবং টেক্সটাইল কাঁচামাল রপ্তানি নিষিদ্ধ করেছে । এই সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হয়েছে শুধুমাত্র দেশে এই পণ্যগুলির সহজলভ্যতা বজায় রাখার জন্য।

ABOUT THE AUTHOR

...view details