দিল্লি , 10 সেপ্টেম্বর :দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ফের একবার মোদি সরকারকে আক্রমণ করলেন রাহুল গান্ধি ৷ এবার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারি নীতিকে দায়ি করলেন তিনি ৷ তিনি বলেন , সরকারি নীতির জন্য দেশে কোটি কোটি চাকরি হারা হয়েছেন ৷ তিনি চান জনগণ এর বিরুদ্ধে আওয়াজ তুলুক ৷
আজ সকালে একটি টুইট করে রাহুল গান্ধি মোদি সরকারের নীতিগুলি নিয়ে প্রশ্ন তোলেন ৷ অভিযোগ করে লেখেন , "মোদি সরকারের নীতিগুলি কোটি কোটি কর্মসংস্থান হ্রাস এবং GDP-তে ঐতিহাসিক পতন ঘটিয়েছে ৷" এর পাশাপাশি মোদি সরকারের কাছে জনগণের কন্ঠস্বর পৌঁছে দেওয়ার জন্য কংগ্রেস আয়োজিত ’স্পিক আপ ফর জবস’-এ অংশগ্রহণের জন্য আবেদন জানান ৷ আজ সকাল 10 টা থেকে 10 ঘণ্টার জন্য এর প্রচারে অংশ নিতে আহ্বান জানান তিনি ৷ রাহুল গান্ধি বলেন , "এটি ভারতের যুবকদের ভবিষ্যতকে নষ্ট করেছে । আসুন সরকারের কাছে তাদের কণ্ঠস্বর পৌঁছে দিই ৷ এর বিরুদ্ধে আওয়াজ তুলি ৷ "