পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাই প্রোফাইলদের অ্যাকাউন্ট হ্যাক, টুইটারকে নোটিস কেন্দ্রের

সম্প্রতি হাই প্রোপাইলদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। সেই তালিকায় কত সংখ্যক ভারতীয় রয়েছেন তা জানতে চায় ভারতের সাইবার নিরাপত্তা সংক্রান্ত নোডাল এজেন্সি CERT-In।

Twitter
Twitter

By

Published : Jul 19, 2020, 6:04 AM IST

দিল্লি, 19 জুলাই : টুইটারকে নোটিস পাঠাল ভারতের সাইবার নিরাপত্তা সংক্রান্ত নোডাল এজেন্সি CERT-In। সম্প্রতি বিশ্বজুড়ে যে সব হাই প্রোফাইল ব্যক্তিত্বের অ্যাকাউন্ট হ্যাক হয়, সেই বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি কত সংখ্যক ভারতীয় এই তালিকায় রয়েছে তা জানতে চায় CERT-In।

শুধু তাই নয়, কীভাবে এই হ্যাকিং হয়েছে এবং বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর টুইটারের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে সরকারের তরফে। যদিও টুইটারের তরফে এখনও কিছু জানানো হয়নি বলে শেষ পাওয়া খবরে জানা গেছে।

সম্প্রতি অ্যামেরিকার একটা বড় অংশের রাজনীতিক, সেলিব্রিটি, শিল্পপতি ও প্রভাবশালীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। সেই তালিকায় রয়েছেন- প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বিডেন, শিল্পপতি জেফ বেজোস, ওয়ারেন বাফেট, বিল গেটস, এলন মাস্ক, সংগীতশিল্পী কেনে ওয়েস্টের মতো বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাতরা।

ABOUT THE AUTHOR

...view details