দিল্লি, 5 মে : তৃতীয় দফায় লকডাউন চলছে দেশে । তার মাঝেই মদের দোকান খোলার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে । 40 দিনের মাথায় মদের দোকান খোলার পর গতকাল দেশের নানা শহরে যে ছবি দেখা গেছে, তাতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে । মদের দোকানের সামনে লম্বা লাইনে সামাজিক দূরত্ব মানা হয়নি । আজ এনিয়েই কেন্দ্রীয় সরকারের পদক্ষেপকে আক্রমণ করেছেন মহিলা কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব । তাঁর বক্তব্য, "এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অদূরদর্শিতা প্রকাশ পেয়েছে । ক্ষেত্র বিশেষে কিছু পরিষেবা চালু করার ক্ষেত্রে যথাযথভাবে পরিকল্পনা গ্রহণ করতে পারেনি সরকার । মাইক্রো প্ল্যানিং তথা একেবারে তৃণমূল স্তরে গিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে কার্যত ব্যর্থ হয়েছে সরকার।"
সুস্মিতা দেব বলেন, "নিঃসন্দেহে লকডাউন জরুরি । তবে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যেকথা বলেছেন তা মাথায় রাখতে হবে । লকডাউন এই ভাইরাসের জন্য কেবল একটা বিরতি মাত্র । তাই মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে অর্থনীতি পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ করা খুব দরকার।" তাঁর সংযোজন, "সরকার তার নিজস্ব নির্দেশিকা বাস্তবায়নের সময় যথাযথ পরিকল্পনা করতে পারেনি । সঠিক পরিকল্পনার অভাবেই বিশৃঙ্খলা ঘটছে । এক্ষেত্রে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে যথাযথ সিদ্ধান্ত নেওয়া উচিত।"