দিল্লি , 22 সেপ্টেম্বর : কৃষি বিল নিয়ে বিক্ষোভের মাঝেই ছ’টি রবিশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়াল কেন্দ্র ৷ এই মূল্য ছয় শতাংশ বাড়ানো হয়েছে ৷ কিন্তু বিরোধীদের দাবি, কৃষকদের জন্য তা যথেষ্ট নয় ৷ এই সহায়ক মূল্য বৃদ্ধি কৃষকদের মধ্যে হতাশা তৈরি করেছে বলে তাদের দাবি ৷
রবিবার কৃষি বিলের বিরোধিতায় রাজ্যসভায় সরব হয় বিরোধীরা ৷ ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং-এর উপস্থিতিতে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান কয়েকজন সাংসদ । এর জেরে ডেরেক ও'ব্রায়েন সহ আট সাংসদকে সাতদিনের জন্য সাসপেন্ড করা হয় । এর আগে লোকসভায় কৃষি বিল পাশের আগে অকালি দলের নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কৌর বাদল মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন ৷ এই পরিস্থিতির মাঝেই গতকাল লোকসভায় ছ’টি রবিশস্যের ক্ষেত্রে ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর কথা ঘোষণা করেন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর ৷ তিনি বলেন, ’’শীতকালীন ফসল উৎপাদনের আগে কৃষকদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভার কমিটি (CCEA) এই রবিশস্যের নূন্যতম সহায়ক মূল্য বাড়ানোয় অনুমোদন দিয়েছে ৷’’
তিনি জানিয়েছেন , 2020-2021 ও 2021-2022-এ গমের সহায়ক মূল্য কুইন্টাল পিছু 50 টাকা বাড়িয়ে করা হয়েছে 1 হাজার 975 টাকা । বার্লির ক্ষেত্রে কুইন্টাল পিছু 75 টাকা বাড়ানো হয়েছে ৷ বর্তমান মূল্য 1হাজার 600 টাকা ৷ কুইন্টাল প্রতি 225 টাকা বেড়ে সর্ষের ন্যূনতম সহায়ক মূল্য হয়েছে 4 হাজার 650 টাকা । সবেচেয়ে বেশি সহায়ক মূল্য বেড়েছে মুসুর ডালের । কুইন্টাল পিছু 300 টাকা বাড়ানো হয়েছে ৷ নতুন মূল্য হয়েছে 5100 টাকা । তোমরের এই ঘোষণার পর কয়েকজন কংগ্রেস সদস্য সংসদ কক্ষ থেকে বেরিয়ে যান ৷