দিল্লি, 6 জানুয়ারি : জাপানের সঙ্গে একটি দ্বিপাক্ষিক চুক্তি সাক্ষর করার বিষয়ে সবুজ সংকেত দিল ভারত সরকার। ওই চুক্তি অনুযায়ী, দুই দেশের মধ্যে প্রশিক্ষিত কর্মীদের পাঠানো ও আনার বিষয়টিকে প্রাতিষ্ঠানিক করা হবে। যে সমস্ত কর্মীরা দক্ষতা ও জাপানি ভাষার পরীক্ষায় পাশ হয়েছেন, তাঁদেরই এই বিষয়টির আওতায় আনা হবে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক হয়। সেই বৈঠকেই এই বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এই চুক্তি সাক্ষরিত হলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ, কর্মীদের যাতায়াত এবং দক্ষ পেশাদার কাজের পরিবেশকে উন্নত করবে।
সরকারি তরফে জানা গিয়েছে যে জাপানে কাজের মোট 14টি ক্ষেত্রকে এর আওতায় আনা হবে। আর জাপান সরকার এই ধরনের দক্ষ কর্মীদের বিশেষ মর্যাদা দেবে। পুরো বিষয়টির বাস্তবায়নের জন্য একটি যৌথ কমিটিও গঠন করা হচ্ছে।