দিল্লি, 29 জানুয়ারি : গরিবদের জন্য সরকার রেকর্ড পরিমাণ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে ৷ বাজেট অধিবেশনের আগে ভাষণে একথা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
রাষ্ট্রপতি বলেন, ‘‘অর্থনীতিকে সামলাতে রেকর্ড পরিমাণ অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে ৷ আমার সরকার এর সঙ্গে এটাও নিশ্চিত করেছে যাতে কোনও গরিবই যাতে অভুক্ত না থাকে৷’’
সেই কারণে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার প্রশংসা করেছেন রাষ্ট্রপতি ৷ বলেন, ‘‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে আট কোটি মানুষ আট মাস ধরে প্রতি মাসে পাঁচ কিলোগ্রাম করে খাদ্যশস্য বিনামূল্যে পেয়েছে ৷ সরকার পরিযায়ী শ্রমিক, অন্য শ্রমিক এবং যাঁরা বাড়ি থেকে দূরে থাকেন তাঁদের দিকটিও দেখেছে ৷’’