পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়ছে চাহিদা, 60 শতাংশ অন্তর্দেশীয় বিমান চলাচলে অনুমতি কেন্দ্রের

লকডাউনের পরে যখন ঘরোয়া বিমান চালু হয়, তখন 33 শতাংশ বিমান চালানোর ছাড়পত্র পায় বিমান সংস্থাগুলি ৷ ধীরে ধীরে যাত্রী সংখ্যা বাড়ায় এবার 60 শতাংশ উড়ানের অনুমতি দিল কেন্দ্র৷

60 percent domestic flights
বিমান

By

Published : Sep 3, 2020, 1:55 AM IST

দিল্লি, 3 সেপ্টম্বর: আনলক 4-এ বেশি আরও সংখ্যায় অন্তর্দেশীয় বিমান চলাচলে অনুমতি দিল কেন্দ্রীয় সরকার৷ কোরোনা পরিস্থিতির আগে বিমানসংস্থাগুলি যত বিমান চালাত, এবার থেকে তার 60 শতাংশ বিমান চালানো যাবে৷ যাত্রী স্বার্থেই এই ভাবনা কেন্দ্রের৷ এক সরকারি বিবৃতি প্রকাশ করে কেন্দ্র জানিয়েছে, এবার উড়ানের সংখ্যা বাড়বে দেশের অভ্যন্তরে৷

গত 26 জুন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছিল, কোরোনা পরিস্থিতির পূর্বে যে সংখ্যক বিমান চলাচল করত, তার 45 শতাংশ বিমান চলাচল করতে পারবে৷ যদিও লকডাউনের পরে যখন ঘরোয়া বিমান চালু হয়, তখন 33 শতাংশ বিমান চালানোর ছাড়পত্র পায় বিমান সংস্থাগুলি ৷ যেহেতু বিমান পরিষেবায় চাহিদা বাড়ছে, সে কথা মাথায় রেখেই কোরনো সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনে বিমানের সংখ্যা বাড়ানোর অনুমতি দেওয়া হল এবার৷

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, এখনও পর্যন্ত প্রতিদিন 700টি করে বিমান ওঠা-নামা করছে৷ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অন্যান্য দেশ যখন নিজেদের আন্তর্জাতিক বিমানপথ খুলে দেবে, তখনই ভারতও আন্তর্জাতিক উড়ান চালু করবে৷

তবে, এর বাইরে রয়েছে বন্দে ভারত মিশনের আওতায় থেকে বিমানগুলি৷ এছাড়া কিছু দেশের সঙ্গে বিশেষ ট্রাভেল বাবল করে বিমান চলাচল করছে৷

ABOUT THE AUTHOR

...view details