পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীর নিয়ে রাজ্যপালের কথা শেষ নয়, কেন্দ্রের বিবৃতি চাই : ওমর - bjp

"রাজ্যপাল শেষ কথা নন, শেষ কথা বলবে কেন্দ্র । তাই সংসদে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রের কাছ থেকে বিবৃতি চাই আমরা ।" বক্তব্য ওমর আবদ্দুলার ।

ওমর

By

Published : Aug 3, 2019, 5:28 PM IST

শ্রীনগর, 3 অগাস্ট : জম্মু কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রের কাছ থেকে বিবৃতি দাবি করলেন ওমর আবদ্দুলা । আজ জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এই কথা বলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী । তিনি সাংবাদিকদের জানান, রাজ্যপাল তাঁকে আশ্বাস দিয়েছেন, জম্মু কাশ্মীরে আর্টিকেল 370 বা 35A নিয়ে কোনও পদক্ষেপ এই মুহূর্তে সরকার নিচ্ছে না । তবে ওমর আবদ্দুলার বক্তব্য, "রাজ্যপাল শেষ কথা নন, শেষ কথা বলবে কেন্দ্র । তাই সংসদে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রের কাছ থেকে বিবৃতি চাই আমরা ।" এদিকে জম্মু ও কাশ্মীর ইশুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদও ৷ আজ তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা নিয়ে ভীত গোটা দেশ ৷ জম্মু ও কাশ্মীরের নাগরিকরাও ভয়ে দিন কাটাচ্ছে ৷ এর আগে কোনও সরকার পূন্যার্থীদের এভাবে ফিরে আসতে বলেনি ৷ এরকম কোনওদিন আগে হয়নি ৷"

সাংবাদিক বৈঠকে ওমর আবদ্দুলা প্রশ্ন তোলেন, "হঠাৎ কেন কাশ্মীরে সেনা বাড়ানো হল ও অমরনাথ যাত্রা মাঝপথে বন্ধ করে দেওয়া হল? কাশ্মীরের মানুষের মনে এনিয়ে আশঙ্কা তৈরি হয়েছে । আমরা কোনও আধিকারিকের কাছে বর্তমান পরিস্থিতির বিষয়ে জানতে চাইলেই তাঁরা বলছেন, কিছু একটা হচ্ছে । কিন্তু কী যে হচ্ছে তা কেউ জানে না ।" এর পর তিনি বলেন, "সোমবার অধিবেশনে কেন্দ্রের কাছে কাশ্মীর বিষয়ে বিবৃতির দাবি জানাবে আমাদের সাংসদরা ।"

উল্লেখ্য, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ন্যাশনাল কনফারেন্সের সুপ্রিমো তথা শ্রীনগরের সাংসদ ফারুক আবদ্দুলা । সঙ্গে ছিলেন ওমর আবদ্দুলা এবং অনন্তনাগের সাংসদ হাসনেইন মাসুদি । ওই দিন বৈঠকে প্রধানমন্ত্রী জানান, 35A নিয়ে পদক্ষেপ করার কোনও চিন্তাভাবনা কেন্দ্রীয় সরকারের নেই । এখন লক্ষ্য জম্মু-কাশ্মীরে নির্বাচন করানো । এই মুহূর্তে যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, এই পরিস্থিতে নির্বাচন সম্পন্ন করতে কেন্দ্র বদ্ধপরিকর ।

সেদিনই কাশ্মীরে বায়ুসেনা ও স্থলসেনাকে চূড়ান্ত সতর্কবার্তা পাঠায় কেন্দ্র । সেই বার্তা পেয়ে ওই দিন সন্ধে থেকে উপত্যকায় টহলদারি শুরু করেছে বায়ুসেনার যুদ্ধবিমান । নিরাপত্তা বিঘ্নিত হওয়ার গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরই অমরনাথ যাত্রী ও অন্য পর্যটকদের সরে যাওয়ার পরামর্শ দেয় প্রশাসন । 15 অগাস্ট অমরনাথ যাত্রা শেষ হওয়ার কথা । ওমর আবদ্দুলার দাবি, তার আগেই এভাবে তড়িঘড়ি উপত্যাকা খালি করার নির্দেশে আতঙ্ক তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে ।

ABOUT THE AUTHOR

...view details