শ্রীনগর, 3 অগাস্ট : জম্মু কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রের কাছ থেকে বিবৃতি দাবি করলেন ওমর আবদ্দুলা । আজ জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এই কথা বলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী । তিনি সাংবাদিকদের জানান, রাজ্যপাল তাঁকে আশ্বাস দিয়েছেন, জম্মু কাশ্মীরে আর্টিকেল 370 বা 35A নিয়ে কোনও পদক্ষেপ এই মুহূর্তে সরকার নিচ্ছে না । তবে ওমর আবদ্দুলার বক্তব্য, "রাজ্যপাল শেষ কথা নন, শেষ কথা বলবে কেন্দ্র । তাই সংসদে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রের কাছ থেকে বিবৃতি চাই আমরা ।" এদিকে জম্মু ও কাশ্মীর ইশুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজ়াদও ৷ আজ তিনি বলেন, "কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশিকা নিয়ে ভীত গোটা দেশ ৷ জম্মু ও কাশ্মীরের নাগরিকরাও ভয়ে দিন কাটাচ্ছে ৷ এর আগে কোনও সরকার পূন্যার্থীদের এভাবে ফিরে আসতে বলেনি ৷ এরকম কোনওদিন আগে হয়নি ৷"
সাংবাদিক বৈঠকে ওমর আবদ্দুলা প্রশ্ন তোলেন, "হঠাৎ কেন কাশ্মীরে সেনা বাড়ানো হল ও অমরনাথ যাত্রা মাঝপথে বন্ধ করে দেওয়া হল? কাশ্মীরের মানুষের মনে এনিয়ে আশঙ্কা তৈরি হয়েছে । আমরা কোনও আধিকারিকের কাছে বর্তমান পরিস্থিতির বিষয়ে জানতে চাইলেই তাঁরা বলছেন, কিছু একটা হচ্ছে । কিন্তু কী যে হচ্ছে তা কেউ জানে না ।" এর পর তিনি বলেন, "সোমবার অধিবেশনে কেন্দ্রের কাছে কাশ্মীর বিষয়ে বিবৃতির দাবি জানাবে আমাদের সাংসদরা ।"