দিল্লি, 25 জানুয়ারি : কোরোনার টিকা নিয়ে গুজব ছড়ালে আইনত ব্যবস্থা নেওয়া হবে । জানাল কেন্দ্র ।
সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে কেন্দ্রের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা গত সপ্তাহে চিঠি পাঠিয়েছেন । সেখানে বলা হয়েছে, বিপর্যয় মোকাবিলা আইন এবং ভারতীয় দণ্ডবিধির অধীনে কোরোনার টিকা সংক্রান্ত কোনওরকম গুজব শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে । যে বা যারা এই গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে । গুজবের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে ।