পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আত্মনির্ভর ভারত: কেন্দ্র -RBI সহযোগে 20.97 লাখ কোটির প্যাকেজ ব্যাখ্যা নির্মলার

আজ পাঁচ দফায় আর্থিক প্যাকেজ ঘোষণার শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, সরকার ও রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একসঙ্গে 20.97 লাখ কোটি টাকা দিয়েছে । কোরোনা সংক্রমণ রুখতে আগামীকাল থেকে চতুর্থ দফায় লকডাউন শুরু হবে । এই কারণেই এই ব্যবস্থা গ্রহণ করা হবে ।

নির্মলা
নির্মলা

By

Published : May 17, 2020, 4:22 PM IST

দিল্লি, 17 মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার 'আত্মনির্ভর ভারত অভিযান'-র জন্য আর্থিক প্যাকেজের কথা উল্লেখ করেন । বুধবার থেকে আজ পর্যন্ত মোট পাঁচ দফায় এই প্যাকেজের বিস্তারিত বিবরণ দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । আজ পঞ্চম ও শেষ দফার ঘোষণার পর এই প্যাকেজটি নিয়ে বিস্তারিতভাবে কথা বলেন নির্মলা।

অর্থমন্ত্রী বলেন, সরকার ও রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একসঙ্গে 20.97 লাখ কোটি টাকা দিয়েছে । কোরোনা সংক্রমণ রুখতে আগামীকাল থেকে চতুর্থ দফায় লকডাউন শুরু হবে । এই কারণেই এই ব্যবস্থা গ্রহণ করা হবে । এই লকডাউনের ফলে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, ব্যবসায় ক্ষতি হয়েছে ও লাখ লাখ মানুষ বেকার হয়ে গিয়েছে ।

'আত্মনির্ভর ভারত'-র জন্য আর্থিক প্যাকেজটি পাঁচ দফায় ঘোষণা করা হয়, এই পাঁচটি দফা ও আর্থিক এবং রাজস্বের পরিমাণও আগে ঘোষণা করা হয়েছিল । সেগুলি হল-

প্রথম দফা- 5,94,550 কোটি টাকা

দ্বিতীয় দফা- 3,10,000 কোটি টাকা

তৃতীয় দফা- 1,50,000 কোটি টাকা

চতুর্থ ও পঞ্চম দফা- 48,100 কোটি টাকা

আগে সরকারের তরফে যে পরিমাণ ঘোষণা করা হয়েছিল, তাতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার জন্য ছিল 1,92,800 কোটি টাকা ও রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে ছিল 8,01,603 কোটি টাকা ।

ABOUT THE AUTHOR

...view details