দিল্লি, 29 জুন : ভারত-চিন সীমান্তে এখনও স্বাভাবিক হয়নি পরিস্থিতি ৷ আর তারই মাঝে আজ টিকটক ও ইউসি ব্রাউজ়ার-সহ 59 টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল ভারত ৷ শুধু মোবাইল নয় , ইন্টারনেট সংযোগ রয়েছে এমন কোনও গ্যাজেটেই এই অ্যাপগুলি আর ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে ৷ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক এই অ্যাপগুলি ৷ তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷
সরকারের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, " তথ্যপ্রযুক্তি আইনের 69A ধারার অধীনে নিজের ক্ষমতা প্রয়োগ করেছে তথ্যপ্রযুক্তি মন্ত্রক ৷ কারণ এই 59 টি অ্যাপের মাধ্যমে গ্রাহকদের জরুরি তথ্য প্রকাশ্যে চলে আসছে ৷ আর সেই তথ্যগুলিকে এমন কিছু কাজে ব্যবহার করা হচ্ছে, যা ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক ৷ একইসঙ্গে বিষয়টি একটি আতঙ্কের সৃষ্টি করেছে ৷ তাই এই বিষয়গুলি মাথায় রেখে 59 টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ "
এই চিনা অ্যাপগুলির তথ্য সুরক্ষা ও গোপনীয়তা বিষয় নিয়ে ইতিমধ্যে অনেক নাগরিক উদ্বেগ প্রকাশ করেছেন বলেও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৷ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "দা কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমও নাগরিকদের থেকে তথ্য সুরক্ষা ও গোপনীয়তা লঙ্ঘন সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক অভিযোগ পেয়েছে ৷"
কেন্দ্রীয় সরকারের নিষিদ্ধ এই 59 টি অ্যাপের মধ্যে টিকটক ও ইউসি ব্রাউজ়ারের মতো জনপ্রিয় অ্যাপও রয়েছে ৷ ভারতে 611 মিলিয়ন মানুষ টিকটক ডাউনলোড করেছে ৷
ভারতের নিষিদ্ধ 59 টি চিনা অ্যাপগুলির তালিকা-
- টিকটক
- শেয়ার ইট
- কোয়াই
- ইউসি ব্রাউজ়ার
- বাইডু ম্যাপ
- শি ইন
- ক্ল্যাস অফ কিংগস
- ডি ইউ ব্যাটারি সেভার
- হেলো
- লাইকি
- ইউ ক্যাম মেকআপ
- এম আই কমিউনিটি
- সি এম ব্রাউজ়ার
- ভাইরাস ক্লিনার
- এপিইউএস ব্রাউজ়ার
- রমউই
- ক্লাব ফ্যাক্টরি
- নিউজ়ডগ
- বিউটি প্লাস
- উই চ্যাট
- ইউসি নিউজ়
- কিউকিউ মেইল
- ওয়েইবো
- জ়েন্ডার
- কিউকিউ মিউজ়িক
- কিউকিউ নিউজ়ফিড
- বিগো লাইভ
- সেলফি সিটি
- মেইল মাস্টার
- প্যারালেল স্পেস
- এম আই ভিডিয়ো কল শিয়াওমি
- উই সিংক
- ইএস ফাই এক্সপ্লোরার
- ভিভা ভিডিয়ো কিউইউ ভিডিয়ো ইনক
- মেইটু
- ভিগো ভিডিয়ো
- নিউ ভিডিয়ো স্টেটাস
- ডিইউ রেকর্ডার
- ভল্ট-হাইড
- ক্যাশ ক্লিনার ডিইউ অ্যাপ স্টুডিয়ো
- ডিইউ ক্লিনার
- ডিইউ ব্রাউজ়ার
- হ্যাগো প্লে উইথ নিউ ফ্রেন্ডস
- ক্যাম স্ক্যানার
- ক্লিন মাস্টার চিতা মোবাইল
- ওয়ান্ডার ক্যামেরা
- ফোটো ওয়ান্ডার
- কিউকিউ প্লেয়ার
- উই মিট
- সুইট সেলফি
- বাইডু ট্রান্সলেট
- ভিমেট
- কিউকিউ ইন্টারন্যাশনাল
- কিউকিউ সিকিউরিটি সেন্টার
- কিউকিউ লঞ্চার
- ইউ ভিডিয়ো
- ভি ফ্লাই স্টেটাস ভিডিয়ো
- মোবাইল লেজেন্ডস
- ডি ইউ প্রাইভেসি