পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংসদে বক্তৃতার জন্য মহুয়ার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না সরকার - Lokshabha

সংসদে ভাষণ দেওয়ার সময় দেশের প্রাক্তন প্রধান বিচারপতি সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ সোমবার জানা গিয়েছিল যে তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হতে পারে৷ কিন্তু মঙ্গলবারের খবর যে তাঁর বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না৷

মহুয়া মৈত্র
মহুয়া মৈত্র

By

Published : Feb 9, 2021, 7:27 PM IST

দিল্লি, 9 ফেব্রুয়ারি : তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা গ্রহণ করছে না কেন্দ্রীয় সরকার৷ যদিও গতকাল, সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের তরফে মহুয়ার বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল৷ তিনি সেদিন লোকসভায় দাঁড়িয়ে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ সম্পর্কে কিছু মন্তব্য করেছিলেন৷ তা নিয়েই এই নোটিস দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল৷ কিন্তু মঙ্গলবার জানা গেল যে সরকার এই নিয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না৷

সংবাদসংস্থার তরফে সোমবার কেন্দ্রের সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকে উদ্ধৃত করে বলা হয়, ‘‘রাম মন্দিরের রায়ের বিষয় উত্থাপন করা, তৎকালীন প্রধান বিচারপতি ও অন্যান্য প্রসঙ্গ টেনে আনা গুরুতর বিষয়৷ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করা হবে৷’’ তিনি জানান যে সংসদের নিয়মাবলী অনুযায়ী, কোনও উচ্চ পদমর্যাদার ব্যক্তি সম্পর্কে বলার কিছু বিধি আছে৷ সেই কারণেই এই স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হতে পারে বলে মনে করা হচ্ছিল৷

যদিও কেন্দ্রের তরফে বিষয়টির আইনি দিক খতিয়ে দেখা হয়৷ তাতে দেখা যায় যে মহুয়া মৈত্র প্রাক্তন প্রধান বিচারপতি সম্বন্ধে মন্তব্য করেছেন৷ আর তাঁকে (প্রাক্তন প্রধান বিচারপতি) ‘উচ্চ পদমর্যাদা’র বিভাগে আনা যাবে না৷ সেই কারণেই মহুয়া মৈত্রের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হচ্ছে না৷

আরও পড়ুন :বিজেপিকে বাংলার সংস্কৃতি-ইতিহাস নিয়ে পড়াশোনা করার পরামর্শ অধীরের

যদিও তাঁর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হতে পারে, এই বিষয়টি জানতে পারার পর মহুয়া টুইটে প্রতিক্রিয়া দেন৷ তিনি লেখেন, ‘‘ভারতের অন্ধকারতম ঘণ্টায় সত্যি বলার জন্য আমার বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হলে, সেটা আমার জন্য সৌভাগ্যের হবে৷’’

ABOUT THE AUTHOR

...view details