দিল্লি, 13 সেপ্টেম্বর : ভারত-চিন সংঘাতের বাতাবরণ নিয়ে সংসদে বিবৃতি রাখতে পারে কেন্দ্র । আগামীকাল থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন । সংসদের বিজ়নেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে আজ এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় ।
প্রসঙ্গত, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-চিন সংঘাতের ইশু নিয়ে কেন্দ্রকে একাধিকবার প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন রাহুল গান্ধি ও অন্যান্য কংগ্রেস নেতারা ।
প্যাংগং লেক এবং অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে চিনের পিপলস লিবারেশন আর্মির জওয়ানদের উসকানিমূলক কার্যকলাপ দিন দিন তা বাড়ছে । 15 জুন লাদাখে কর্তব্যরত অবস্থায় 20 জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছিলেন । বিগত চার দশকেরও বেশি সময়ে এমন ঘটনা এই প্রথম।