পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে শ্রমিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর - PM Condoles on Migrants Death in UP

আজ ভোররাত 3 টে নাগাদ উত্তরপ্রদেশের অউরাইয়া জেলায় তাঁদের ট্রাকটিকে ধাক্কা মারে উলটো দিক থেকে আসা খাদ্যসামগ্রী বহনকারী একটি ট্রাক । দুর্ঘটনায় মৃত্যু হয় 24 জনের । আহত 22 জন ।

ছবি
ছবি

By

Published : May 16, 2020, 1:00 PM IST

দিল্লি, 16 মে : উত্তরপ্রদেশের অউরাইয়া জেলায় শ্রমিক মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । টুইটারে তিনি লেখেন, "উত্তরপ্রদেশের অউরাইয়ার পথ দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক । উদ্ধারকাজে তৎপর রয়েছে সরকার । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই । একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"

রাজস্থান থেকে ফিরছিলেন বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের শ্রমিকরা । আজ ভোররাত 3 টে নাগাদ উত্তরপ্রদেশের অউরাইয়া জেলায় তাঁদের ট্রাকটিকে ধাক্কা মারে উলটো দিক থেকে আসা খাদ্যসামগ্রী বহনকারী একটি ট্রাক । দুর্ঘটনায় মৃত্যু হয় 24 জনের । আহত 22 জন । বর্তমানে সাইফাই PGI হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা ।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি । পাশাপাশি নির্দেশ দিয়েছেন, আহতদের যেন দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া হয় । কানপুরের IG-কে তিনি নির্দেশ দিয়েছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে । টুইটে যোগী আদিত্যনাথ লেখেন, "উত্তরপ্রদেশের অউরাইয়ার পথ দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্য়জনক । মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই । ইতিমধ্যেই আহতদের পর্যাপ্ত সমস্ত সাহায্য় ও দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।"

উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় দু'জন পুলিশ আধকারিককে সাসপেন্ড করা হয়েছে । ট্রাক দু'টিকে আটক করা হয়েছে । ট্রাক চালকের বিরুদ্ধে পুলিশের তরফে মামলা দায়ের হয়েছে । পাশাপাশি মৃতদের 2 লাখ ও আহতদের 50 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details