দিল্লি, 14 ফেব্রুয়ারি : অতিক্রান্ত একবছর ৷ গতবছর আজকের দিনেই পুলওয়ামায় হামলা চালিয়ে ছিল জঙ্গিরা । একাধিক সহযোদ্ধাকে হারিয়েছিল CRPF । আর এই প্রসঙ্গে আজ ফের কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছে কংগ্রেস ৷ তাদের বক্তব্য, গোয়েন্দাদের কাছে জঙ্গি হামলার কেন কোনও আগাম খবর ছিল না, এর কোনও উত্তর দিতে পারেনি BJP সরকার ৷
আজ সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল বলেন, "কেন্দ্রীয় সরকার শহিদ জওয়ানদের আত্মত্যাগ এবং দেশের নিরাপত্তা রক্ষায় জওয়ানদের অবদানের ক্রেডিট নেয় ৷ কিন্তু প্রশ্নের উত্তর দিতে ভয় পায়। " তাঁর কটাক্ষ," জওয়ানদের ও তাঁদের আত্মত্যাগের প্রতি সরকারের পলিসিই হল ইউজ় অ্যান্ড থ্রো পলিসি ৷ "
আরও পড়ুন : পুলওয়ামা হামলায় কারা দায়ি, কারাই বা উপকৃত ; প্রশ্ন রাহুলের
শহিদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি আরও বলেন, "এটা সবাই জানে যে পুলওয়ামায় জঙ্গি হামলার পিছনে পাকিস্তানের হাত রয়েছে ৷ কিন্তু কেন গোয়েন্দা বিভাগ তা রুখতে ব্যর্থ হল তা গোপন করেছে BJP ৷ " তিনি প্রশ্ন তোলেন, "গোয়েন্দাদের কাছে কি কোনও আগাম খবর ছিল না ? কীভাবে এত বড় হামলা হল ? কীভাবে জঙ্গিরা সেই জায়গায় প্রবেশ করল ? যথাসময়ে কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি? কেন জওয়ানদের এয়ার লিফট করা হয়নি ? কী ভূমিকা ছিল ডেপুটি SP দেবেন্দ্র সিংয়ের ? কার নির্দেশে তিনি কাজ করছিলেন ? কবে পুলওয়ামা হামলার তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনবে সরকার ?"