মুম্বই, 24 জানুয়ারি : লক্ষ্যমাত্রা 13.5 লাখ কোটি টাকা ৷ কিন্তু, চলতি আর্থিক বছরে প্রত্যক্ষ কর আদায়ের সেই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় বলে মনে করছেন কর বিশেষজ্ঞরা ৷ এমনকী, তাঁরা বলছেন, গত 20 বছরে এই প্রথম আগের বছরের থেকে কম প্রত্যক্ষ কর ঢুকবে সরকারের ঘরে ৷
2018-19 আর্থিক বছরে 11.5 লাখ কোটি টাকা প্রত্যক্ষ ও আর্থিক কর আদায় হয়েছিল ৷ চলতি আর্থিক বছরে প্রত্যক্ষ কর আদায়ের লক্ষ্যমাত্রা 13.5 লাখ কোটি টাকা রেখেছে কেন্দ্র ৷ যা শেষ আর্থিক বছরের লক্ষ্যমাত্রা থেকে 17 শতাংশ বেশি ৷
23 জানুয়ারি পর্যন্ত কর বিভাগ মাত্র 7.3 লাখ কোটি টাকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে ৷ এক কর বিশেষজ্ঞ বলেন, গত বছর এই সময়ে যে পরিমাণ রাজস্ব সরকারের ঘরে ঢুকেছিল, তার থেকে 5.5 শতাংশেরও কম টাকা এখনও আদায় হয়েছে ৷ চাহিদা কম থাকায় কম্পানিগুলিক চাকরি ও বিনিয়োগ কমাতে বাধ্য হয়েছে ৷ যার ফলে কর্মসংস্থানের সুযোগও কমেছে ৷
শেষ তিন বছরের সমীক্ষা অনুযায়ী, আধিকারিকরা প্রথম তিন ত্রৈমাসিকে কম্পানিগুলি থেকে কর সংগ্রহের পর শেষ তিন মাসে বার্ষিক প্রত্যক্ষ করের 30-35 শতাংশ সংগ্রহ করেন ৷ কিন্তু, আটজন কর আধিকারিক বলেন, 2018-19 আর্থিক বছরে সংগৃহীত 11.5 লাখ কোটি টাকার থেকেও কম কর সংগ্রহ হবে এবছর ৷
একজন কর আধিকারিক বলেন, "লক্ষ্যমাত্রা ভুলে যান ৷ এই প্রথমবার প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ আগের বছরের থেকে কম হবে৷" বার্ষিক রাজস্ব আদায়ের প্রায় 80 শতাংশ আসে প্রত্যক্ষ কর থেকে ৷ অন্য আর একজন কর আধিকারিক বলেন, "গত বছরের থেকে বেশি কর আদায় করতে পারলে আমরা খুবই খুশি হব ৷ কিন্তু, অর্থনীতির বর্তমান অবস্থা অনুযায়ী, আমি খুব একটা আশাবাদী নই ৷"