পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 29, 2019, 11:00 PM IST

ETV Bharat / bharat

বাধ্যতামূলক ফাস্ট-ট্যাগের সময়সীমা 15 ডিসেম্বর পর্যন্ত বাড়াল কেন্দ্র

15 ডিসেম্বর পর্যন্ত বাধ্যতামূলক ফাস্ট-ট্যাগের সময়সীমা বাড়ানো হয়েছে ৷ দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজ়াগুলিতে 100 শতাংশ বৈদ্যুতিন টোল সংগ্রহের জন্য 1 ডিসেম্বর থেকে ফাস্ট-ট্যাগ চালু করার কথা ঘোষণা করেছিল জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রক ৷

ফাস্ট-ট্যাগ
ফাস্ট-ট্যাগ

দিল্লি, 29 নভেম্বর : দেশের সমস্ত জাতীয় সড়কের টোল প্লাজ়াগুলিতে 100 শতাংশ বৈদ্যুতিন টোল সংগ্রহের জন্য 1 ডিসেম্বর থেকে ফাস্ট-ট্যাগ চালু করার কথা ঘোষণা করেছিল জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রক ৷ তবে, আজ সেই সময়সীমা দু'সপ্তাহ বাড়াল মন্ত্রক ৷ 15 ডিসেম্বর পর্যন্ত বাধ্যতামূলক এই ফাস্ট-ট্যাগের সময়সীমা বাড়ানো হয়েছে ৷

ফাস্ট-ট্যাগের স্টিকারটি গাড়ির উইন্ড স্ক্রিনে লাগানো থাকবে ৷ এই স্টিকারে থাকবে রেডিয়ো ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজি ৷ এর সঙ্গে যুক্ত প্রিপেইড অ্যাকাউন্ট থেকে সরাসরি টোল কর দেওয়া যাবে ৷ এর সাহায্যে খুব সহজেই অনলাইনে টাকা দিয়ে প্লাজ়াগুলি পেরোতে পারবেন সকলে ৷

আরও পড়ুন : 1 ডিসেম্বর থেকে সমস্ত জাতীয় সড়কে চালু ফাস্ট-ট্যাগ

টোল প্লাজ়াগুলিতে যানজট দূর করতে ও নগদহীন টাকা প্রদানের মাধ্যমে দেশব্যাপী অন্তর্চালিত বৈদ্যুতিন টোল সংগ্রহ পরিষেবা শুরু করতেই এই ফাস্ট-ট্যাগ ৷ এটি ব্যবহার করে টাকা দিলে গ্রাহকরা বা গাড়ির মালিকরা 10 শতাংশ ক্যাশব্যাকও পেতে পারেন ৷

আরও পড়ুন : ফাস্ট-ট্যাগ রেজিস্ট্রেশন নিয়ে সমস্যায় সেকেন্ড হ্যান্ড গাড়ির মালিকরা

চলতি বছরের 1 ডিসেম্বরের মধ্যে জাতীয় সড়কের টোল প্লাজ়ার সমস্ত রাস্তাকে (লেন) ফাস্ট-ট্যাগ লেন হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছিল জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রক ৷ আজ সেই তারিখ পিছিয়ে 15 ডিসেম্বর করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details