গন্ডা (উত্তরপ্রদেশ), 25 মে : ফের একবার ক্ষমতায় এসেছে NDA । মোদি-মোদি স্বরে ছেয়েছে দেশ থেকে দেশান্তর । আর এর মাঝেই অভিনব ঘটনা ঘটাল উত্তরপ্রদেশের গন্ডার এক পরিবার । মোদির জয়কে স্মরণ করে রাখতে তাঁর নামেই নিজের সন্তানের নাম দিলেন এক দম্পতি ।
সদ্যোজাত মোদির ঠাকুরদা মহম্মদ ইদ্রিশ বলেন, "23 মে মোদিজি জিতলেন । আবার প্রধানমন্ত্রী হবেন উনি । আর আমাদের বাচ্চাটাও ওদিনই জন্ম নিল । এরপর ওর আম্মি, আব্বাকে ফোন করে । আমার ছেলে দুবাইতে কাজ করে । ছেলেই বলে মোদির নামে নামকরণ করতে ।"