গুয়াহাটি, 15 জুলাই : সম্প্রতি অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে দেখা মিলেছে 'সোনালি' বাঘিনীর । বিশেষজ্ঞদের মতে, সাধারণের তুলনায় সম্পূর্ণ আলাদা এক ধরনের জিনের কারণেই এই বাঘিনীর গায়ের রঙ সোনালি । এই ধরনের বাঘ আপাতত জাতীয় উদ্যানে একটিই রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।
2014 সালে সারা ভারতজুড়ে টাইগার মনিটরিং এক্সারসাইজ় চলাকালীন প্রথমবার এই বাঘিনীর দেখা মিলেছিল জাতীয় উদ্যানে । NGO আরণ্যকের বাঘ সংক্রান্ত গবেষণা ও সংরক্ষণ বিভাগের প্রধান জানিয়েছেন, "বাঘিনীটির গায়ের রঙ ছিল হালকা হলুদ । গায়ের উপর কালো কালো ডোরা কাটা দাগগুলি ছিল অনেকটা সরু । আর পাঁচটা সাধারণ রয়্যাল বেঙ্গল টাইগারের তুলনায় বাঘিনীটির মুখের দিকটা আর পেটের দিকটা ছিল বেশ কিছুটা সাদাটে ।"
সম্প্রতি যে বাঘিনীর দেখা মিলেছে, সেটির ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বনবিভাগের এক আধিকারিক । আর শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় ভিডিয়োটি । মানুষের মধ্যে কৌতুহলও বাড়তে থাকে ।
তিনি বলেছেন, " যে বাঘিনীর দেখা মিলেছে, সেটির গায়ে ডোরা কাটা দাগগুলি বেশ সরু । রঙটাও কম ঘন । এইজন্য বাকিদের থেকে দেখতে অনেকটা আলাদা এই বাঘ । বাঘের গায়ের রঙ মূলত নির্ভর করে তাদের জিনগত গঠনের উপর । যেসব জিনগুলির বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকে, সেগুলি প্রকাশ পাওয়ার কারণেই এমন আলাদা ধরনের গায়ের রঙ তৈরি হয় ।"
এই বিশেষ সোনালি গায়ের রঙের কারণে বাঘিনীটির ব্যবহারিক কোনও পরিবর্তন এসেছে কি না তা নিয়ে এখনও কিছু জানা যায়নি । তবে বাঘিনীটি এখন পূর্ণবয়স্ক এবং কাজিরাঙা জাতীয় উদ্যানে রয়েছে ।