পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সোনার রেকর্ড দাম বৃদ্ধি - সোনা

আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি 1,850 মার্কিন ডলার এবং রুপোর দাম আউন্স প্রতি 21.80 ডলার। আজ আন্তর্জাতিক বাজারে সোনার তীব্র বেচা-কেনা চলছে। আউন্স প্রতি সোনার দাম চলছে 1,850 মার্কিন ডলারের উপরে ।

Gold again at fresh high
Gold again at fresh high

By

Published : Jul 23, 2020, 1:57 AM IST

Updated : Jul 23, 2020, 7:03 AM IST

মুম্বই 22 জুলাই: রাজধানীতে গতকাল সোনার দাম এক নতুন রেকর্ড গড়ল । সব থেকে বেশি 430 টাকা বেড়ে প্রতি 100 গ্রামে 50,920 টাকায় দাঁড়িয়েছে । বেড়েছে এই মূল্যবান ধাতবটির আন্তর্জাতিক দামও ।

গতকাল প্রতি 10 গ্রাম সোনার দাম ছিল 50,490 টাকায় । আগে প্রতি কেজি রুপোর দাম ছিল 57,850 টাকা । সেখান থেকে 2,550 টাকা বেড়ে গতকাল হল 60,400 টাকা ।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি 1,850 মার্কিন ডলার এবং রুপোর দাম আউন্স প্রতি 21.80 ডলার। আজ আন্তর্জাতিক বাজারে সোনার তীব্র বেচা-কেনা চলছে। আউন্স প্রতি সোনার দাম চলছে 1,850 মার্কিন ডলারের উপরে ।

Last Updated : Jul 23, 2020, 7:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details