দিল্লি, ২০ এপ্রিল : নিজের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ । সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চের সামনে আজ মামলাটির শুনানি হয় । অভিযোগের বিষয় নিয়ে রঞ্জন গগৈ বলেন, "আমি এত নিচুতে নেমে এই অভিযোগগুলির জবাব দিতে চাই না ।" তিনি আরও বলেন, "বিচারব্যবস্থা আজ বিপদগ্রস্ত ।" পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, "২০ বছর ধরে সসম্মানে কাজ করার পর দেশের প্রধান বিচারপতির কি এটাই প্রাপ্য?"
যৌন হেনস্থার অভিযোগ খারিজ করে প্রধান বিচারপতির মন্তব্য, "বিচারব্যবস্থা আজ বিপদগ্রস্ত" - supreme court
সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চের সামনে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা সংক্রান্ত মামলার শুনানি হয় ।
গগৈ
সলিসিটার জেনেরাল তুষার মেহতা প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করার পরেই বিশেষ বেঞ্চ গঠন হয় ।
সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনেরাল সঞ্জীব সুধাকর বলেন, "প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। বোঝাই যাচ্ছে, অভিযোগের প্রেক্ষাপট পুরোপুরি বানানো।"