ভেঙে পড়ল মিগের ট্যাঙ্ক, বন্ধ গোয়া বিমানবন্দর - temporarily Closed
যুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্ক খুলে বিপত্তি । কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে গোয়া বিমান বন্দর।
![ভেঙে পড়ল মিগের ট্যাঙ্ক, বন্ধ গোয়া বিমানবন্দর](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3505362-thumbnail-3x2-goa.jpg)
ভেঙে পড়া যুদ্ধবিমানের ট্যাঙ্ক
গোয়া, 8 জুন : যুদ্ধবিমানের জ্বালানি ট্যাঙ্ক খুলে বিপত্তি । কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে গোয়া বিমান বন্দর। বিমান বন্দর থেকে টেক অফ করার সময় যুদ্ধবিমান MIG 29k-এর জ্বালানি ট্যাঙ্ক খুলে পড়ে যায় রানওয়েতে। দ্রুত বিমানবন্দরের কাজ স্বভাবিক করতে তৎপরতা শুরু হয়েছে ।