দিল্লি, 24 ফেব্রুয়ারি : 2 দিনের সফরে আজ ভারতে এসেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁকে স্বাগত জানাতে আহমেদাবাদ বিমানবন্দর থেকে 22 কিমি দীর্ঘ পথ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ রাস্তার দু'ধারে হাজির ছিলেন লক্ষাধিক মানুষ ৷ আর এই স্বাগতের মধ্যেই সোশাল মিডিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে ৷
টুইটার অন্যতম শক্তিশালী একটি সোশাল মিডিয়া, এ বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ কয়েকদিন আগেই ফেসবুকে জনপ্রিয়তার তালিকায় 1 নম্বরে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় স্থানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে টুইটারে আজ বইল উলটো প্রবাহ ৷ আজ সকাল থেকে 28 হাজারবার #TrumpinIndia ব্যবহার করে টুইট করা হয়েছে ৷ অন্যদিকে #GoBackTrump ব্যবহার করে টুইট হয়েছে 39 হাজার বার ৷ অর্থাৎ ট্রাম্পকে স্বাগত জানানোর থেকে, তাঁকে ফিরে যাওয়ার বার্তাই বেশি সোশাল মিডিয়ায় ৷ টুইটারে এখন ট্রেন্ডিং #GoBackTrump ৷
কী কী বলা হয়েছে টুইটগুলিতে?
এক টুইটার ইউজ়ার লিখেছেন, ‘‘আমরা অ্যামেরিকার চাকর নই যে বিমানবন্দর থেকে মোতেরার রাস্তায় লাইন দিয়ে দাঁড়াব, যাতে রাজা ডোনাল্ড ট্রাম্প 70 লাখ জনসংখ্যা গুনতে পারেন ৷ নরেন্দ্র মোদি চাইলে ভক্তদের জোগাড় করে আনতে পারেন ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য, আত্মসম্মানযুক্ত ভারতীয়দের নয় ৷"