পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

‘নমস্তে ট্রাম্প’ নয়, টুইটার ট্রেন্ডে এগিয়ে ‘গো ব্যাক ট্রাম্প’ - মোদির বিদেশ সফর

আজ সপরিবারে ভারত সফরে উপস্থিত হয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁকে স্বাগত জানাতে রাস্তায় ভিড় জমিয়েছিল জনতা ৷ তবে নেটিজ়েনরা যে প্রেসিডেন্টকে স্বাগত জানাচ্ছেন না, তার প্রমাণ মিলল টুইটারে ৷ #NamasteTrump ও #TrumpinIndia -র থেকেও বেশি টেন্ড্রিং #GoBackTrump ৷

Go Back Trump is Trending on Twitter rather than Namaste Trump
‘নমস্তে ট্রাম্প’-র থেকে এগিয়ে ‘গো-ব্যাক ট্রাম্প’

By

Published : Feb 24, 2020, 7:18 PM IST

দিল্লি, 24 ফেব্রুয়ারি : 2 দিনের সফরে আজ ভারতে এসেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ তাঁকে স্বাগত জানাতে আহমেদাবাদ বিমানবন্দর থেকে 22 কিমি দীর্ঘ পথ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল ৷ রাস্তার দু'ধারে হাজির ছিলেন লক্ষাধিক মানুষ ৷ আর এই স্বাগতের মধ্যেই সোশাল মিডিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে ৷

টুইটার অন্যতম শক্তিশালী একটি সোশাল মিডিয়া, এ বিষয়ে কোনও সন্দেহ নেই ৷ কয়েকদিন আগেই ফেসবুকে জনপ্রিয়তার তালিকায় 1 নম্বরে ছিলেন ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় স্থানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে টুইটারে আজ বইল উলটো প্রবাহ ৷ আজ সকাল থেকে 28 হাজারবার #TrumpinIndia ব্যবহার করে টুইট করা হয়েছে ৷ অন্যদিকে #GoBackTrump ব্যবহার করে টুইট হয়েছে 39 হাজার বার ৷ অর্থাৎ ট্রাম্পকে স্বাগত জানানোর থেকে, তাঁকে ফিরে যাওয়ার বার্তাই বেশি সোশাল মিডিয়ায় ৷ টুইটারে এখন ট্রেন্ডিং #GoBackTrump ৷

কী কী বলা হয়েছে টুইটগুলিতে?

এক টুইটার ইউজ়ার লিখেছেন, ‘‘আমরা অ্যামেরিকার চাকর নই যে বিমানবন্দর থেকে মোতেরার রাস্তায় লাইন দিয়ে দাঁড়াব, যাতে রাজা ডোনাল্ড ট্রাম্প 70 লাখ জনসংখ্যা গুনতে পারেন ৷ নরেন্দ্র মোদি চাইলে ভক্তদের জোগাড় করে আনতে পারেন ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য, আত্মসম্মানযুক্ত ভারতীয়দের নয় ৷"

আর একজন ইউজ়ার লিখেছেন, ‘‘মিস্টার ডোনাল্ড ট্রাম্প- আপনি কি জানেন কেবল আপনাকে দেখানোর জন্য 26 হাজার স্কুল পড়ুয়াদের 5 ঘণ্টা এই গরমে রাস্তায় দাঁড় করিয়ে রাখা হচ্ছে?’’

উত্তরপ্রদেশের এক বাসিন্দা টুইট করেন, ‘‘অ্যামেরিকার প্রেসিডেন্ট উত্তরপ্রদেশের অধিকাংশ জনতাই আপনাকে স্বাগত জানাচ্ছে না ৷ যেসব ব্যানার, পোস্টার দেখছেন, তা সব নকল ৷ সত্যের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই ৷’’

এক টুইটার ব্যবহারকারী টিভি চ্যানেলগুলিকে কটাক্ষ করে বলেন, ‘‘আপনারা যাঁরা অনবরত দেখাচ্ছেন ট্রাম্পকে কোন পান পরিবেশন করা হবে বা ভারত সফরে তাঁর খাবারের উপর আলোচনা সভা বসিয়ে দিয়েছেন ৷ অথচ যারা খেতে পায় না, তাদের যে বাড়ি খালি করে দেওয়ার নোটিশ ধরানো হয়েছে, সেই বিষয়ে কি আপনারা অবগত ?’’

ট্রাম্পের সফরে পাঁচিল দেওয়া হয়েছে আহমেদাবাদের বিভিন্ন জায়গায় ৷ সেই ঘটনাকে উল্লেখ করে এক ব্যক্তি টুইট করে লিখেছেন, ‘‘পাঁচিল তোলা উচিত গৃহহীন মানুষের জন্য, তাদের ঢাকতে নয় ৷’’

মোদির বা ট্রাম্পের কথায় এই সফর অত্যন্ত ফলদায়ক হলেও অধিকাংশ টুইটার ব্যবহারকারীই লিখেছেন ট্রাম্পের এই সফর কেবল অ্যামেরিকার আসন্ন নির্বাচনের জন্য ৷ এতে ভারতের কোনও লাভ হবে না ৷ বহু মানুষের করের টাকা মোদির বিদেশ সফরের পিছনেই খরচ হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ ৷

ABOUT THE AUTHOR

...view details