দিল্লি, 30 সেপ্টেম্বর : 2002 সালে গুজরাতে সাম্প্রদায়িক হিংসার সময় গণধর্ষণের শিকার হয়েছিলেন এক যুবতি ৷ এই মর্মে গণধর্ষিতাকে আগামী দু' সপ্তাহের মধ্যে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত ৷ ক্ষতিপূরণের সময়সীমা হিসেবে দু'সপ্তাহ বেঁধে দিল সর্বোচ্চ আদালত ৷
গুজরাত হিংসায় গণধর্ষিতাকে 2 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ - সুপ্রিম কোর্ট
2002 সালের 3 মার্চ নিগৃহীতার পরিবার আহমেদাবাদের রাধিকাপুর গ্রামে আক্রান্ত হয় ৷ অন্তঃসত্ত্বা নিগৃহীতাকে গণধর্ষণের শিকার হতে হয় ৷ নিগৃহীতার পরিবারের 14 জন সদস্যকে হত্যা করা হয় ৷
সুপ্রিম কোর্ট গুজরাত সরকারকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ৷ শীর্ষ আদালতের নির্দেশে বলা হয়েছে, গণধর্ষিতাকে চাকরি ও বাসস্থানও দিতে হবে ৷ এর আগে এপ্রিল মাসে একই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত ৷ সেই নির্দেশকে পুনর্বিবেচনা করার আবেদন জানিয়েছিল গুজরাত সরকার ৷ সেই আবেদন নাকচ করে আগের নির্দেশই জারি রাখল সর্বোচ্চ আদালত ৷ বলা হল, আগামী দু'সপ্তাহের মধ্যেই ক্ষতিপূরণ দিতে হবে ৷ চাকরি ও বাসস্থানেরও ব্যবস্থা করতে হবে ৷
2002 সালের 3 মার্চ নিগৃহীতার পরিবার আহমেদাবাদের রাধিকাপুর গ্রামে আক্রান্ত হয় ৷ অন্তঃসত্ত্বা নিগৃহীতাকে গণধর্ষণের শিকার হতে হয় ৷ নিগৃহীতার পরিবারের 14 জন সদস্যকে হত্যা করা হয় ৷ 2008 সালের 21 জানুয়ারি বিশেষ আদালত 11জনকে অপরাধী ঘোষণা করে ৷ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় ৷ সাতজনকে প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয় ৷ তার মধ্যে পুলিশ ও চিকিৎসকরাও ছিলেন ৷ পরে 2017 সালের 4 মে সাতজনকে দোষী সাব্যস্ত করা হয় ৷ পরে 2017 সালের 10 জুলাই সুপ্রিম কোর্ট চার পুলিশ কর্মী ও দুই চিকিৎসককে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ৷