জবলপুর, 2 নভেম্বর : সোশাল মিডিয়া । এই শব্দটা শুনলে এখন বেশিরভাগ মানুষের মধ্যেই ভয়, চিন্তা দেখা যায় । মাথায় আসে সাইবার ক্রাইমের কথা । সেই সোশাল মিডিয়ার দৌলতেই এক বছর পর নিজের পরিবারকে ফিরে পেল যুবতি ।
এক বছর পর পরিবারের সঙ্গে মেয়েকে মিলিয়ে দিল ফেসবুক - পরিবারের সঙ্গে মিলিয়ে দিল মেয়েকে
প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ । তারপর ফেসবুক । সোশাল মিডিয়ার দৌলতে মেয়েক ফিরে পেল পরিবার ।
2018 সালের নভেম্বরে তিন-চার দিন ধরে মধ্যপ্রদেশের ধামাপুরে একটি যুবতিকে ঘুরতে দেখে স্থানীয়রা । তারা পুলিশে খবর দেয় । তারপর ধামাপুর থানার পুলিশ ওই যুবতিকে হোমে নিয়ে যায় । সেখানে ওই যুবতিকে বাংলা ভাষায় কথা বলতে দেখে পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করে জবলপুর পুলিশ । পশ্চিমবঙ্গের থানাগুলিতে ওই যুবতির পরিচয় জানার জন্য ছবি পাঠানো হয় । পুলিশ একটি অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই যুবতির ছবিটি শেয়ার করেন । ওই গ্রুপে হকার থেকে শুরু করে NGO-র সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছিলেন । সেখান থেকেই এক NGO-র ডিরেক্টর সন্দীপ রাই ফেসবুকে যুবতির ছবিটি পোস্ট করেন । ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই একজন জানান যে তিনি ওই যুবতিকে দেখেছেন । ওই NGO-র ডিরেক্টর সঙ্গে সঙ্গে যুবতির মা-বাবার সঙ্গে যোগাযোগ করেন । জানান যে তাঁদের মেয়ে জবলপুরে আছেন ।
আজ সন্দীপবাবু যুবতির মা-বাবার সঙ্গে জবলপুরে যায় । সেখানে ওই যুবতিকে পরিবারের হাতে তুলে দেন পুলিশ সুপার অমিত সিং । পুলিশের বক্তব্য, ওই যুবতি মানসিক ভারসাম্যহীন । তাই ভুল ট্রেনে উঠে পড়েন ।