পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে নির্মীয়মাণ বহুতল ভেঙে মৃত 2 - Death

দিল্লিতে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ বহুতল ৷ মৃত্যু হয়েছে দুজনের ৷

ছবি সৌজন্যে : টুইটার ANI

By

Published : Sep 3, 2019, 7:11 AM IST

দিল্লি, 3 সেপ্টেম্বর : দিল্লিতে একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে এক যুবতি সহ মৃত্যু হল দুজনের ৷ আহত হয়েছেন কয়েকজন ৷ এখনও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা উদ্ধারকারীদের ৷

গতরাত সাড়ে 11টা নাগাদ উত্তর-পূর্ব দিল্লির সিলামপুরের একটি নির্মীয়মাণ চারতলা বাড়ি ভেঙে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকলের 6টি ইঞ্জিন ৷ উদ্ধার করা হয় যুবতি সহ দুজনের মৃতদেহ ৷ মৃত যুবতির নাম হিনা (22) ৷ আহত হয়েছেন কয়েকজন ৷ এক পুলিশ আধিকারিক জানান, এখনও পর্যন্ত 6 জনকে বের করা হয়েছে ৷ চলছে উদ্ধারকাজ ৷

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বহুতলটির নিচের তলায় এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা ৷ সেই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি ৷

For All Latest Updates

TAGGED:

DiedDeath

ABOUT THE AUTHOR

...view details