বিশাখাপটনম , 1 নভেম্বর : জনবহুল রাস্তায় খুন কিশোরী ৷ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের ঘটনা ৷ পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বয়স 17 বছর ৷ গতকাল রাতে এক ব্যক্তি রাস্তার মধ্যেই ওই কিশোরীর গলা কেটে দেয় ৷ স্থানীয়দের থেকে জানা যায়, ওই কিশোরী ও ব্যক্তির মধ্যে বচসা হতে দেখা গিয়েছিল ৷ মৃতের নাম বরলক্ষ্মী ৷
গতকাল রাতে তার উপর আক্রমণ চালায় অনিল ৷ বিশাখাপটনমের গাজুওয়াকা এলাকায় সুন্দরাইয়া কলোনির সাইবাবা মন্দিরের কাছের একটি রাস্তার উপর ঘটনাটি ঘটে ৷ তাদের মধ্যে বচসা চলছিল ৷ সেইসময় আচমকাই ওই কিশোরীর গলা একটি ধারালো বস্তু দিয়ে কেটে দেয় অভিযুক্ত ৷ ঘটনাস্থানেই মারা যায় কিশোরী ৷