গাজিয়াবাদ (বিহার), 20 জানুয়ারি : আড়াই বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রথম শুনানির 23 দিনের মাথায় রায় শোনালো আদালত ৷ বিহারের গাজিয়াবাদ কোর্ট দোষী ব্য়ক্তিকে ফাঁসির সাজা শুনিয়েছে ৷ ডিসেম্বরের 21 তারিখ পুলিশ এই ঘটনায় চার্জশিট পেশ করে ৷ তারপর গাজিয়াবাদ আদালতে মামলার শুনানি শুরু হয় ৷ ঠিক তেইশ দিনের মাথায় আজ অভিযুক্তকে দোষী সাব্য়স্ত করে আদালত ফাঁসির সাজা শুনিয়েছে ৷
ধর্ষণ করে খুন, প্রথম শুনানির 23 দিনের মাথায় মৃত্য়ুদণ্ড ঘোষণা আদালতের - death penalty
আড়াই বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রথম শুনানির 23 দিনের মাথায় রায় শোনালো আদালত ৷ বিহারের গাজিয়াবাদ কোর্ট দোষী ব্য়ক্তিকে ফাঁসির সাজা শুনিয়েছে ৷ ডিসেম্বরের 21 তারিখ পুলিশ এই ঘটনায় চার্জশিট পেশ করে ৷ তারপর গাজিয়াবাদ আদালতে মামলার শুনানি শুরু হয় ৷ ঠিক তেইশ দিনের মাথায় আজ অভিযুক্তকে দোষী সাব্য়স্ত করে আদালত ফাঁসির সাজা শুনিয়েছে ৷
ধর্ষণ করে খুন, প্রথম শুনানির 23 দিনের মাথায় মৃত্য়ুদণ্ড ঘোষণা আদালতের
আরও পড়ুন : মধ্য়প্রদেশে কিশোরীকে ধর্ষণের পর পুড়িয়ে মারার চেষ্টা
বিহারের কবিনগর এলাকায় গত 21 অক্টোবর আড়াই বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনাটি সামনে আসে ৷ একটি ঝোপের মধ্যে থেকে শিশুটির দেহ উদ্ধার হয়েছিল ৷ ঘটনায় চন্দন নামে এক ব্য়ক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ সে শিশুটির বাবার বন্ধু বলে পরিচিত ছিল ৷ তার বিরুদ্ধে পকসো সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছিল পুলিশ ৷ আজ সেই মামলায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালো গাজিয়াবাদ আদালত ৷