দিল্লি, 23 অগাস্ট : একবছর ধরে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধি। বেশ কিছুদিন ধরেই দাবি উঠছে, নতুন সভাপতি নির্বাচন করা হোক। সেক্ষেত্রে ফের একবার সামনে আসছে রাহুল গান্ধির নাম । কিন্তু, সভাপতির দায়িত্ব গ্রহণ নিয়ে নিজের সিদ্ধান্তেই অনড় সোনিয়া-তনয়। উপরন্তু তিনি চাইছেন, গান্ধি পরিবারের বাইরে কাউকে দায়িত্ব দেওয়া হোক । একই মতামত প্রিয়াঙ্কা গান্ধিরও । এই পরিস্থিতিতে আজ দলের অভ্যন্তরীণ সংকটের কথা উল্লেখ করে নেতৃত্বের বিষয়টি নিয়ে সোনিয়া গান্ধিকে চিঠি দেয় দলের শীর্ষ নেতৃত্ব । তার পর থেকেই সভানেত্রীর দায়িত্ব থেকে সোনিয়া গান্ধি সরে দাঁড়াতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।
সূত্রের খবর, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্যদের দলের পরবর্তী সভাপতির নাম জানানোর কথা বলেছেন সোনিয়া গান্ধি। তবে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের বৈঠকে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে যদি দলীয় নেতারা পরবর্তী সভাপতি নির্বাচিত করতে রাজি হন, তাহলে কালই পদত্যাগ করতে পারেন সোনিয়া গান্ধি।
2018-র শেষের দিক । পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ভালো ফল কংগ্রেসের । তিন রাজ্যে একক জয় । এক রাজ্যে যৌথভাবে । কোথাও যেন আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল কংগ্রেস । মনে জোর নিয়ে লড়ে লোকসভাতেও । কিন্তু, লোকসভার ফল কার্যত হতাশ করে তাদের । কংগ্রেসের ভরাডুবি চোখের সামনে ভেসে ওঠে । দলের ভোট বাক্সের খরা কাটাতে উদ্যোগী হয় কংগ্রেস । সভাপতির পদ ছাড়েন রাহুল গান্ধি । তাঁর পদত্যাগের পর আরও প্রকট হয় দলের ভগ্নদশা ৷