দিল্লি, 1 নভেম্বর : সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমনে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার মাত্রা আরও প্রসারিত করার বিষয়ে আলোচনা হয় দু'পক্ষের মধ্যে ৷ প্রতিরক্ষা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও জ্বালানি নিরাপত্তা-সহ একাধিক ক্ষেত্রে কৌশলগত সংযুক্তি নিয়েও আলোচনা হয় মোদি-মর্কেলের ৷ আজ জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি ৷
মর্কেলের সঙ্গে যৌথভাবে সাংবাদিক সম্মেলনে আজ মোদি বলেন, "সন্ত্রাসবাদ ও চরমপন্থা মোকাবিলায় আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতাকে আরও মজবুত করব ৷" সন্ত্রাসবাদ দমনের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মোদি-মর্কেল ৷
আন্তর্জাতিক স্তরে তথ্য বিনিময় থেকে শুরু করে মানবাধিকার ও মানবাধিকার আইন-সহ অন্যান্য আন্তর্জাতিক আইন সংক্রান্ত বিষয়েও বিস্তর আলোচনা হয় দু'পক্ষের মধ্যে ৷ পাশাপাশি উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে প্রতিরক্ষা বিষয়ক যৌথ মহড়ায় অংশগ্রহণের জন্যও জার্মানিকে আহ্বানও জানান মোদি ৷ প্রযুক্তি বিষয়ক ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতার বার্তা দেওয়া হয় ৷